*A Song about Myself -2 এর ভাবানুবাদ (by John Keats) * Poem by SAKISABRE Saki

*A Song about Myself -2 এর ভাবানুবাদ (by John Keats) *

এক যে ছিল দুষ্ট ছেলে
ছিল দুষ্ট খুব;
লেখা পড়া যাই করুক
পদ্য লিখতো ভারি;
কালির দোয়াত রাখত সাথে
পাশেই ফাউনটেন পেন;
সময় পেলেই চলে যেত
পাহাড়টার কাছে;
ঝরনা মাসী ডাক্ত হাসি
ভুত প্রেত কি নাইত আসি;
খাদা খন্দক যাই থাক
খোকা তাও লিখে যাক;
এলো ঠাণ্ডা ভারি
চলো ফিরি বাড়ী;
ঠাণ্ডাটা কমলেই
লিখাটা জমবেই;
উত্তরের ঐ দিকটায়
আমার আকর্ষণ;
নাক ঘামলেও
লিখনিটা চালিয়ে যাওয়ার পণ।

Friday, April 10, 2015
Topic(s) of this poem: childhood
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success