বসন্তে একটি আলো থাকে Poem by Ahmed Parvez Zabeen

বসন্তে একটি আলো থাকে

বসন্তে একটি আলো থাকে
সারা বছর জুরে নেই যার উপস্থিতি
নেই অন্য কোনো সময়েও।
যখন এখানে সল্প স্থায়ী মার্চ আসে

দূরে একটি আলো দেখা যায়
দাঁড়িয়ে থাকে নির্জন পাহাড়ে
বিজ্ঞান তা অতিক্রম করতে পারে না,
মানব প্রকৃতি তা অনুভব করে।

আলো উঠনে অপেক্ষা করে;
সবচেয়ে দূরের গাছে দেখা যায়
আমরা তা'কে দেখি সবচেয়ে দূরের ঢালে;
আলোটি, কথা বলার চেষ্টা করে।

তারপর, দিগন্তের ধাপ হয়ে,
অথবা দুপুরের বিবরণী হয়ে দূরে চলে যায়,
কোন প্রকার শব্দ সূত্র ছাড়া,
আলোটি চলে যায়, এবং আমরা থাকি।

আলোটির চলে যাওয়া গুণগত ক্ষতি
আমাদের আত্মতৃপ্তিকে করে প্রভাবিত,
হঠাৎ করেই বাণিজ্য দখল করে নেয়
একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি।

বসন্তে  একটি আলো থাকে
This is a translation of the poem A Light Exists In Spring by Emily Dickinson
Saturday, July 29, 2023
COMMENTS OF THE POEM
Close
Error Success