সব ঠিকানা ভুল কেবল মৃত্যুর ছাড়া (Amal) Poem by Arun Maji

সব ঠিকানা ভুল কেবল মৃত্যুর ছাড়া (Amal)

সত্যের বাড়ি গিয়ে দেখি
সেখানে দালানে বসে, মুখপোড়া মিথ্যে
ফুঁকছে "রাজা" মার্কা বিঁড়ি।

সবারই হাতে
তাবড় তাবড় পন্ডিত দ্বারা লিখিত স্বর্ণখচিত খাম।
অথচ সেই ঠিকানা?
ডাহা ভুল। আদ্যোপান্ত ভুল।

তবুও কত নির্লজ্জ্য আর নির্বিকার মানুষ!
আজীবন মিথ্যেকে সে
সত্য ভেবে বুকে আঁকড়ে ধরে।
দুঃখের চড়ুইভাতিকে সে
সুখের অন্নপ্রাশন নামে প্রচার করে।
অধর্মকে সে
ধর্মের অদ্বিতীয় পথ হিসেবে পূজা করে।

আর মুখপোড়া অমল?
কতটা অকাট মুখ্যু হলে
আজও সে
নারী স্তনের কোমলতা ছুঁয়ে ছুঁয়ে
মাপে
প্রেমের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিধি?

সব শালা অমলের মতো মুখ্যু।
কেবল পেন্তীর মা ছাড়া।
অশিক্ষিত এই বুড়ী
অমলকে কি বলে জানো?
"মরণ কেন হয় না রে মুখপোড়া
তোর মরণ কেন হয় না?
দেখবি, কত শান্তি ওখানে! "

কোন হারামজাদা পন্ডিতের
অন্ডকোষে এমন পৌরুষ আছে
যে পেন্তীর মাকে
এক ইঞ্চি ভুল প্রমাণ করতে পারে?

শান্তি
রাতদিন ভালোবেসে ডাকছে মানুষকে।
অথচ মানুষ?

সত্য, ধর্ম, ন্যায়
রাতদিন ঠকাচ্ছে মানুষকে
অথচ মানুষ?

সব ঠিকানা ভুল
কেবল মৃত্যুর ছাড়া।

© অরুণ মাজী
Painting: Eugene de Blaas

সব ঠিকানা ভুল কেবল মৃত্যুর ছাড়া (Amal)
Wednesday, July 18, 2018
Topic(s) of this poem: bangla,death,human,truth
COMMENTS OF THE POEM
Md.Mamunur Rashid 18 July 2018

সত্যিই তাই।

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success