ফাটাবুক ছেঁড়াস্বপ্ন ও পরিত্যক্ত অমল (Amal) Poem by Arun Maji

ফাটাবুক ছেঁড়াস্বপ্ন ও পরিত্যক্ত অমল (Amal)

Rating: 5.0

স্মৃতির উদ্যানে
এখনো সে ডানা মেলে উড়ে।
কে? কে সে?

নাহঃ বলবো না।
বলতে ইচ্ছে করলেও বলবো না।
বলার জন্য এতো না বলার বায়না
তবুও বলবো না।

জানো, তোমার কথা আমি
আর কাউকে বলবো না।
কেবল তুমি আমি আর হৃদয়
এই তিনজন। তাই না?

আচ্ছা, ভালো যদি বাসোই না
তো এতো সাজগোঁজ করে আসা কেন?
পাখনাতে এতো রঙ কেন?
পেখমে এতো আলপনা কেন?
রহস্য ভরা চাহনি কেন?
ওষ্ঠে এতো নিমন্ত্রণ কেন?

জানো না
প্রেমহীন আঁধারগ্রস্ত বুক
ক্ষুধার্ত সাহারার মতো আর্তনাদ করে?

জীবনে অনেক হিসেব কষেছি আমি।
বীজগণিত, পাটিগণিত, সুদকষা, ক্যালকুলাস
কি নয়?
তবুও এ বুক
শূন্য থেকে শূন্যতর কেন?

ভাবছি, মরাই ভালো।
গনগনে আগুনে ঝাঁপিয়ে মরাই ভালো।
প্রেমশূন্য অর্থহীন জীবনের চেয়ে
কাউকে ভালোবেসে
মরা,
অনেক বেশি সুখকর নয় কি?

হয়তো আর কখনোই আসবে না তুমি।
চিরদিনের জন্য চলে গেলে
অথচ একটু বলে গেলে না?
তোমাকে শেষ দেখা তো একটু দেখতাম।
তোমাকে ছুঁয়ে
তোমার একটু সুগন্ধ তো
সংগ্রহ করে রাখতাম।

আমি কষ্ট পাবো বলে
তুমি বিদায় নিতে এলে না?
কষ্ট কি আমি কম পাচ্ছি
হে স্বপ্নচারিণী?
ভাবো তো
যাকে ভালোবেসে অহরহ যন্ত্রণা পাচ্ছি
সেই নারী
আমাকে একটু বলে গেলো না?

© অরুণ মাজী

ফাটাবুক ছেঁড়াস্বপ্ন ও পরিত্যক্ত অমল (Amal)
Saturday, March 23, 2019
Topic(s) of this poem: bangla,bangladesh,heartache,heartbreak,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success