আমি গোলাপ ভালোবাসি (Ami Golap Bhalobasi) Poem by Arun Maji

আমি গোলাপ ভালোবাসি (Ami Golap Bhalobasi)

Rating: 5.0

আমি গোলাপ ভালোবাসি।

আমি নদী ভালোবাসি, পাহাড় ভালোবাসি
গাঙ্গেয় উপত্যকা ভালোবাসি।
তবুও আমি,
গোলাপ বেশি ভালোবাসি।

গত সন্ধ্যেয় আমাকে দেখে
গালে টোল ফেলে
মুচকি হাসি হেসেছিলো যে গোলাপটা,
আমি তাকে বেশি ভালোবাসি।

আমি তার সব কিছু ভালোবাসি।
তার শাখার কাঁটা ভালোবাসি
তার বিবর্ণ পাপড়ির অবসাদ ভালোবাসি
তার রেণুর গোপন লজ্জা ভালোবাসি।
তবে তার উদ্ধত বুকের গোপন অভিমান
আমি বেশি ভালোবাসি।

আমি তার হাসি ভালোবাসি
তার চাহনি ভালোবাসি
তার নিতম্বের নিঃশব্দ নৃত্য, আমি তাও ভালোবাসি।
তবে গোপনে গোপনে,
আমি তার গোপন অঙ্গের অমৃত
বেশি ভালোবাসি।

আমি স্বর্গ ভালোবাসি
সাধনা ভালোবাসি, বৈরাগ্য ভালোবাসি।
তবে সেই বিশেষ গোলাপটির জন্য
যদি আমার সাধন-ভঙ্গ ঘটে,
আমি সেই পাপও ভালোবাসি।

নরককে আমি খুবই ঘৃণা করি।
তবে সেই বিশেষ গোলাপকে ছুঁতে গিয়ে
যদি কখনো নরক প্রাপ্তি হয়
তবে আমি সেই নরকও ভালোবাসি।

আমি গোলাপ ভালোবাসি।
তবে সেই বিশেষ গোলাপকে আমি-
জীবন যৌবন স্বর্গের চেয়ে
অনেক বেশি ভালোবাসি।

© অরুণ মাজী
Painting: Jean- François Portaels

আমি গোলাপ ভালোবাসি (Ami Golap Bhalobasi)
Tuesday, November 28, 2017
Topic(s) of this poem: bangla,life,love,pain,worthy
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success