এ কোন আঁধার, আজ ঢেকেছে বাংলা? (Bengal) Poem by Arun Maji

এ কোন আঁধার, আজ ঢেকেছে বাংলা? (Bengal)

Rating: 5.0


​​মানুষ আজ নিজস্ব চেতনাকে, "স্বার্থপরতা" নামের মহাজনের কাছে বন্ধক দিয়ে, অর্জিত সুখের চড়ুইভাতি করছে।

গরীব অশিক্ষিতরা চেতনাহীন। নিম্ন মধ্যবিত্তরা, চেতনা বন্ধক রেখেছে পেটের দায়ে। মধ্যবিত্ত, উচ্চবিত্ত, পন্ডিত আর ক্ষমতাশালী যারা, তারা চেতনা বন্ধক রেখেছে, লোভ আর স্বার্থপরতার কারনে। ফল? আমরা সকলেই আজ চেতনাহীন অন্ধ মৃত পচা কঙ্কাল।

দেশ আর তার মানুষ- উত্তরণের জন্য মধ্যবিত্ত, উচ্চবিত্ত, পন্ডিত আর ক্ষমতাশালীদের উপর সম্পূর্ণ ভাবে নির্ভরশীল। অথচ, এই মধ্যবিত্ত, উচ্চবিত্ত, পন্ডিতমানুষরা "লোভের কর্কট রোগে" এমন ভয়ানক ভাবে আক্রান্ত যে, "ন্যায়বোধ-মানবিকবোধ" আজ মৃত্যুশয্যায়।

বোমার আওয়াজ আজ, শিশুর কান্না ঢেকে দিচ্ছে। বন্দুকের আওয়াজ আজ, ধর্ষিতা নারীর আর্তনাদ ঢেকে দিচ্ছে। লাঠির আঘাত আজ, বৃদ্ধার চোখের জল ঢেকে দিচ্ছে।

সকলেই দেখছে। দেখে, সকলেই আবার পাশ ফিরে শুয়ে পড়ছে। বামফ্রন্ট আমলেও লোকে পাশ ফিরে শুয়েছে। তৃণমূল আমলেও লোকে পাশ ফিরে শুচ্ছে।

বিপদটা তাহলে কি? বিপদটা হলো- গত ক বছরে খুন হত্যা ধর্ষণ রাহাজানি অত্যাচার ইত্যাদি বহুগুন বেড়ে গেছে। কেন? কারন যারা চেতনা যুক্ত, তারা এইসব নৃশংসতা দেখেও, ঘটঘট করে এক ঘটি জল খেয়ে, বাথরুমে শুঁ শুঁ করে, আবার পাশ ফিরে শুয়ে যাচ্ছে।

মানুষ যখন কোন সমস্যার সমাধান করতে পারে না, মহাকাল তা করে দেয়। মহাকাল তা নিঃশব্দে করে দেয়। বামফ্রন্ট তার উৎখাতের দু বছর আগেও বুঝতে পারে নি, মহাকাল তার জামার হাতা গুটিয়ে ফেলেছে। মমতা ব্যানার্জীও বিন্দুমাত্র টের পাবে না, মহাকাল তার জামার হাতা, নিঃশব্দে কখন গুটিয়ে ফেলবে।

বিজেপি না হয় এলো। কিন্তু সমস্যার সমাধান হবে কি? আমার দৃঢ় বিশ্বাস, সমস্যা আরও ঘোরতর হবে। কেন? বিজেপি অযোগ্য বলে?

নাহঃ। বামফ্রন্ট, তৃণমূল, বা বিজেপি- এরা সবই তো আমাদের মতো, একই লোভী স্বার্থপর মানুষ দিয়ে তৈরী। কাজেই বিজেপি বা কংগ্রেস বা যে কেউ আসুক না কেন, আমরা উত্তরোত্তর আরো বেশি অবশ লোভী স্বার্থপর হয়ে উঠবো।

আমার প্রতিবেশীর মেয়েকে আজ যখন পাড়ার ছেলে ধর্ষণ করলো, আমি টিভির আওয়াজটা আরও বেশি বাড়িয়ে দিয়ে, আমার বিবেককে "শ্রবণ শক্তিহীন" করেছিলাম।

এখন প্রশ্ন হলো,
আগামী কাল, আমার মেয়েকে যখন পাড়ার ছেলে ধর্ষণ করবে
তখন তুমি কি,
টিভির আওয়াজ বাড়িয়ে দিয়ে, গরম এক কাপ চা খাবে না?

© অরুণ মাজী
Painting: JWG

এ কোন আঁধার, আজ ঢেকেছে বাংলা? (Bengal)
Sunday, April 29, 2018
Topic(s) of this poem: bangla,bangladesh,darkness,police brutality,political,politics
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success