আমি রাজার চেয়ে ধনী (Ami Rajar Cheye Dhoni) Poem by Arun Maji

আমি রাজার চেয়ে ধনী (Ami Rajar Cheye Dhoni)

সত্যি কথা বলতে কি
কাউকে হিংসা বা ঘৃণা করার
কোন সময় নেই আমার।

আমি
সূর্যের যন্ত্রণা নিয়ে ভাবি
চাঁদের হাসি নিয়ে ভাবি
পৃথিবীর হাহাকার নিয়ে ভাবি
নদীর অভিমান নিয়ে ভাবি।

অবসরে
আমি নক্ষত্র নিয়ে ভাবি,
মালবিকার হাসিতে
কতগুলো খাঁজ,
আর খাঁজের মাঝে মাঝে ক্ষতগুলো ভাঁজ
আমি তাই নিয়ে ভাবি।
আমি কাঙাল কবিতার কৃচ্ছসাধন নিয়ে ভাবি,
তৃতীয়া তিথিতে আমি
তেলাপোকার তেলতেলে স্বভাব নিয়ে ভাবি
তিন্নির ঠাকুরদার তেলতেলে টাক নিয়ে ভাবি।

জীবনে
কষ্ট কদর্যতা হয়তো আছে।
কিন্তু পৃথিবীর সৌন্দর্যে এতোই আচ্ছন্ন আমি,
আমি কেবল
সেই সৌন্দর্য্য নিয়ে ভাবি।

হয়তো ছেঁড়া গামছা দিয়ে
গা মুছি আমি।
তবুও আমি, রাজার চেয়ে ধনী
গ্রহ নক্ষত্রের চেয়েও দামী।

© অরুণ মাজী

আমি রাজার চেয়ে ধনী (Ami Rajar Cheye Dhoni)
Thursday, November 23, 2017
Topic(s) of this poem: bangla,content,wealth,wealthy
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success