অমৃতস্য পুত্র মানব তুমি (Amritosyo Putra Manab Tumi) Poem by Arun Maji

অমৃতস্য পুত্র মানব তুমি (Amritosyo Putra Manab Tumi)

এতো নিষ্ঠুর কেন তুমি?
নিজে নিজেকে, এতো কষ্ট কেন দাও তুমি?

ভুলে গেলে-
বুকে ব্যথা নিয়েও, একদিন
কত হেসেছিলে তুমি?
ছেঁড়া স্বপ্ন নিয়েও, একদিন
কত রঙ এঁকেছিলে তুমি?
চোখে জল নিয়েও, একদিন
কত পথ হেঁটেছিলে তুমি?

ভুলে গেলে
সবই ভুলে গেলে?
সে কে?
কোন সে সাহসী বীর?

সে তো তুমিই,
তাই না?
আজ তবে
এতো নিষ্ঠুর কেন তুমি?
নিজে নিজেকে, এতো কষ্ট কেন দাও তুমি?

মানুষের বুকে যে সাহস আছে
সে সাহস, হয়তো ঈশ্বরের বুকে নেই।
সে জন্যই হয়তো
রোজ রোজ, ঈশ্বর মাটিতে আসে না।

পারবে গো, পারবে।
কেবল তুমিই আবার পারবে-
দুঃখের বুকেও, সুখের ছবি আঁকতে।
ভাঙা পায়েও, সহস্র ক্রোশ হাঁটতে।
ছেঁড়া হৃদয়েও, প্রেমের ঘর বাঁধতে।

অমৃতস্য পুত্র মানব তুমি।
জানো না-
দেবতাও তোমাকে, কতটা হিংসে করে!

© অরুণ মাজী
Painting: John Toone

অমৃতস্য পুত্র মানব তুমি (Amritosyo Putra Manab Tumi)
Tuesday, May 16, 2017
Topic(s) of this poem: bangla,life,poem,suffering
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success