Malay Roy Choudhury Poems

Hit Title Date Added
1.

"শরশয্যায় শেষ দুশ্চিন্তা"
আমি তোমাদের পিতামহ ভীষ্ম
তোমরা নিজেরা লড়বে থামাতে পারব না
আমি আমার জন্মদিন জানি না, বাবা-মার জন্মদিন জানি না
...

2.
বিখ্যাত কবির নেমপ্লেট

"বিখ্যাত কবির নেমপ্লেট"
একজন কবির বাড়ির বাইরে নেমপ্লেট দেখে
মনে পড়ে গেল স্নাতকোত্তর সহপাঠীদের মাঝরাতের পড়াশুনা
চকচকে কবির গ্র্যানিট পাথরে লেখা নাম
...

"তরুণ বয়সে অনেকে আমাকে পছন্দ করত না"
আমি গরু-শুয়োর গাঁজা মদ খেতুম বলে নয়
গরু শুয়োর গাঁজা মদ খেয়ে
ওদের থেকে ঢ্যাঙা হয়ে যেতুম বলে নয়
...

4.
হাঁচি আর ভালোবাসা

"হাঁচি আর ভালোবাসা"
মেয়েদের সিটের কাছে দাঁড়িও না
মেয়েদের সিটের কাছে দাঁড়িও না
হুঁশিয়ারি দেয়ার পরও এমনই টেসটোসটেরনের ডাক
...

5.
যৌতুক

"যৌতুক'
যেরকম কথাবার্তা হল
সোনাদানা আসবাব যা দিচ্ছেন দিন
কিন্তু মনে রাখবেন, আমরা পাত্রপক্ষ
...

6.
ষাঁড়ের জেদ

"ষাঁড়ের জেদ"
কেউ বলে কবিতাটা কবিতা হয়নি আবার কেউ বলে
সেরকম জৌলুশ নেই এখনকার কবিতাগুলোয়
আসলে যা লেখার সেটাই লিখে যেতে হবে
...

"যাহোক তাহোক - যা হোক, তা হোক"
এখন যা লিখে যাচ্ছি কুছ পরোয়া নেই টাইপের
আলফাল বালের লেখালিখি, তা আর সংগ্রহে রাখছি না
চেলাদের দল নেই মোসায়েবদের লিটল ম্যাগও নেই যে
...

8.
চোষাচুষি

"চোষাচুষি"
কয়েকজন স্কুলছাত্র হাসাহাসি করছিল
এতো হাসাহাসি কেন?
যেদিকে তাকিয়ে হাসছিল
...

9.
প্রথমবার ইউরোপ

"প্রথমবার ইউরোপ"
এতো আনন্দ হয়েছিল মিউজিয়ামের পেইনটিঙগুলো দেখে
ভাবা যায় না আসল ভ্যান গঘ, মাতিসে, পিকাসো
চিরিকো, জিয়াকোমেত্তি, রেমব্রাঁ, মনদ্রিয়ান
...

10.
Blood Lyric

Abontika, my house was invaded midnightin search of you
Not like her not like him nor like them
Comparable not to this not to that not to it
...

Close
Error Success