Badur Lollypop (Bengali Poem - Bat Series) Poem by Malay Roy Choudhury

Badur Lollypop (Bengali Poem - Bat Series)

বাদুড় ললিপপ
সবুজ পায়জামা ও ফতুয়া পরে কবিদের কান পরিস্কার করেন হে হে
কানের ভেতরে এত গোলকধাঁধা, গলিঘুঁজি ও ঠারেঠোরে কথা হে হে
পারলে বাতাসে শুয়ে পড়ে এক হ্যাচকা টানে এনে সামনে চোষণরঙ্গ
ওরা আগুনের দিনে কষ্টে কাইন্দা ভাসায় দিছে অনেক অভিমান পুষে
কান দেখলেই মলে দিতে মুঞ্চায় অতএব পোঁদ দেখলেই লাথি হে হে হে
ঘুঁটে তো রান্না ছাড়া গানবাজনাতেও কাজে লাগে! গোবর মাথায় আছে
নেড়েচেড়ে দেখুন না, তুমি একটা রামগাড়ল;বক্তব্যের উৎস দিন।

Monday, February 3, 2020
Topic(s) of this poem: satire
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success