বাতাস হয়ে ছুঁয়ে দেবো তোমায় (Batas Hoye Chhunye Debo Tomay) Poem by Arun Maji

বাতাস হয়ে ছুঁয়ে দেবো তোমায় (Batas Hoye Chhunye Debo Tomay)

Rating: 5.0

দেখো, একদিন আমি
বাতাস হয়ে ছুঁয়ে দেবো তোমায়।

ছুঁতে তো দিলে না আমায়।
কখনো, একবারও
ছুঁতে তো দিলে না আমায়।
পরজন্মে বাতাস হয়ে তাই
ঘষে ঘষে ছুঁয়ে দেবো তোমায়।

বসন্তে, বাসন্তী বাতাস হয়ে
আগুন রাঙা ঠোঁট তোমার
ঘষে ঘষে ছুঁয়ে দেবো তাই।
হেমন্তে, হিমেল হাওয়া হয়ে
পাহাড় পাহাড় চূড়া তোমার
ঘষে ঘষে ছুঁয়ে দেবো তাই।
শরতে, শৈত্যের দূত হয়ে
সোনালী সর্ষে ক্ষেত তোমার
ঘষে ঘষে ছুঁয়ে দেবো তাই।

এ জন্মে
কখনো ভুল করেও তুমি
ছুঁতে তো দিলে না আমায়।
পরজন্মে
বজ্জাত বাউল বাতাস হয়ে
ঘষে ঘষে ছুঁয়ে দেবো তোমায়।

দেখো,
একদিন না একদিন আমি
বাতাস হয়ে ছুঁয়ে দেবো তোমায়।

© অরুণ মাজী
Painting: John William Godward

বাতাস হয়ে ছুঁয়ে দেবো তোমায় (Batas Hoye Chhunye Debo Tomay)
Monday, September 18, 2017
Topic(s) of this poem: bangla,desire,dream,love,passion,poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success