বেশি আছি গো বেশ আছি (Besh Achhi Go Besh Achhi) Poem by Arun Maji

বেশি আছি গো বেশ আছি (Besh Achhi Go Besh Achhi)

Rating: 5.0

দুঃখের পেরেকে দুঃখ গেঁথে
আমি বেশ সুখে আছি।
ভাঙা স্বপ্নের খঞ্জনি খাঁজে
সুখের সুর বেঁধে আছি।
সহস্র সমুদ্র দুঃখ কষ্টে
সাহস ভেলায় জেগে আছি।

বেশ আছি গো, বেশ আছি।
শত সহস্র যন্ত্রণা মাঝে
ভগ্ন সুখ- ফুলিয়ে ফাঁপিয়ে
আমি বেশ খাসা আছি।

বেশ আছি গো, বেশ আছি।
অতসীর আঁচল-আড়ালে
রাতদিন কাটাকুটি খেলে
আমি বেশ খাসাই আছি।

বেশ আছি গো, বেশ আছি।
নিজস্ব স্বপ্নের বুদ্বুদে
ভেসে ভেসে, হেসে হেসে
আমি বেশ খাসা আছি।

দুঃখের পেরেকে দুঃখ গেঁথে
আমি বেশ সুখেই আছি।
যন্ত্রণাকে ভেংচি কেটে
দুঃখকে টিটকিরি করে
উন্মাদ আমি, বেশ আছি।

বেশ আছি গো, বেশ আছি।

© অরুণ মাজী

বেশি আছি গো বেশ আছি (Besh Achhi Go Besh Achhi)
Monday, August 28, 2017
Topic(s) of this poem: bangla,grief ,life,pain,sorrow,suffering
COMMENTS OF THE POEM
Shahjahan kabir 23 November 2018

wonderful

0 0 Reply
???????? ???? 23 November 2018

অসাধারণ

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success