Bishonno Shohor Poem by Golam Rashid

Golam Rashid

Golam Rashid

Murshidabad, West Bengal, India

Bishonno Shohor

বিষন্ন শহর
গোলাম রাশিদ


কী যেন হয়েছে শহরের বিষন্নতা -জ্বর
বেওয়ারিশ কাক যেন হয়ে গেছে পর


সিগন্যালে সারিবাঁধা হলুদ ট্যাক্সি
রেনি -ডে নেই, নেইকো প্রক্সি


চুলের বিনুনি, চশমার কাঠ - ফ্রেম
ভালোবেসে ঠকানোর নাম এখন প্রেম


কালের অতলে বিলুপ্ত ধারাপাত
দীর্ঘশ্বাসে ঘন হয়ে আসে বিকেলের ছাত


ঘাসে নেই ক্লোরোফিল, আকাশে ঘুড়ি
ঢেকেছে মুখ খোঁচা গোঁফ - দাড়ি


নিখোঁজ ফুটপাত, নিঃসঙ্গ কবি
তুষারপাত এঁকে যায় নৈঃশব্দ্যের ছবি


শ্যাওলা জমে যায় ছাদের কার্নিসে
অনিদ্রা লেগে থাকে বিছানা - বালিশে

Tuesday, August 12, 2014
Topic(s) of this poem: art
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Golam Rashid

Golam Rashid

Murshidabad, West Bengal, India
Close
Error Success