Golam Rashid Poems

Hit Title Date Added
1.
Maya-Roog

বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে
এইচ টু ও মিশ্রিত সোডিয়াম ক্লোরা ইড এর দ্রবণ ঝরতে থাকে
কষ্ট হয় শুধু কষ্ট হয়
চাঁদনী রাতের কালজানি দুখখের স্রোত বয়ে আনে
...

2.
Voy Nei

এখন আমি ছাতা মাথায় দিয়ে হাঁটি
গ্রীষ্মের রোদ
কালো পিচের রাস্তায় মরিচিকা
কোনো আঁচল নেই
...

3.
Shapla Fule Rokto

মা, ভোর কি?
লাশের পর লাশ
লাল রক্তের হোলি
নিষ্ঠুর ক্রুর হাসিতে ফেটে পড়া
...

4.
Ami Akhon Ghumobo

আমি এখন ঘুমোবো
পাশের বাড়ি থেকে ভেসে আসা
বিরিয়ানির সুগন্ধে আমার জিভ ভিজবে না
উদাস রোদের অন্ধ হাতছানি উপেক্ষা করব
...

5.
Shlogan

উত্তপ্ত সূর্যরশ্মি যখন ভুমিষ্ঠ শিশুর
চোখ খুলে দেয়
তখন সে প্রথমবার 'শ্লোগান 'দেয়
ঘাতকের বিষাক্ত ছুরি যখন মায়ের রক্তে লাল হয়
...

6.
Kichhu Valo Lage Na

কিছু ভালো লাগে না বারান্দায় পড়ে থাকে শীতের রোদ/ জানালার কাচে লেগে থাকে বাতাসের কুচি/ ধুলোমাখা মন দরজা খোলেনা /আজ কিছু ভালো লাগে না / সে কি ভুলে গেছে /আবছা অন্ধাকারে কার ছায়া পড়ে/ কার ভাবনা ভাবে মন/ স্নাউতন্ত্রে বেজে ওঠে কার রিংটন /বিছানার চাদর ঝুলে গেছে/ কারো স্পর্শের কাতর অপেক্ষায়/ আলনায় রাখা কাপড় অগোছালো/ ঘুমভাঙ্গা কিশোরীর চুলের মত মন এলোমেলো / বিকেলের ঘুড়ির সুতো ছিড়ে যায় /ঝুপ করে নেমে আসে অন্ধকার/ তবু জোনাকির আলো জ্বলে না/ আজ কিছু ভালো লাগে না.
...

7.
Meghmollar

কাদাভেজা পথ
চারপাশে ঝোপঝাড়,
ধুতুরার ঝোপ,
মুক্তাঝুরির পাতা - নকশা,
...

8.
Biday

স্মৃতি থাকে,
থেকে যায়
হৃদয় এ হৃদয় ছুঁয়ে গেছে,
ছুঁয়ে যায়
...

9.
Jibon-E Sriti

হুইসেলের পর স্টেশন ছেড়ে যায় ট্রেন / প্লাটফর্মে দাড়ানো কোনো স্মৃতি / ঝাপসা হয়ে আসে / জানলা দিয়ে হাত নাড়া..../ প্লাটফর্মটা হারিয়ে যাবার আগে / একটু দৌড়ে আসা / দুটি পা.... দুটি চোখ... একটি হৃদয়... মমতাময় / পাখিরা বাসায় ফেরে / জানি, একবার বাড়ি থেকে বেরোলে / আর ফেরা যায় না
...

10.
Adhkhana Chand

তারপরের গল্পে আধখানা চাঁদ,
একটি পেঁচার সহাবস্থান
দীর্ঘরাত্রি অনিদ্রা চোখে
হেমলক পান।
...

Close
Error Success