বড় মুখ্যু আমি (Boro Mukhyu Ami) Poem by Arun Maji

বড় মুখ্যু আমি (Boro Mukhyu Ami)

Rating: 5.0

আমি সত্য জানি না
মিথ্যা জানি না।
আমি জানি-
চেয়ে আছে আকাশ হা পিত্যেশ করে-
মানুষ কবে সত্য মিথ্যার জটাজাল ছিঁড়ে
ডানা মেলে
একটু উড়বে তার বুকে।

আমি ঠিক জানি না
বেঠিক জানি না।
আমি জানি-
গেয়ে যায় নদী কুলুকুলু রবে
বুকে আশা নিয়ে-
মানুষ কবে ঠিক বেঠিকের সংজ্ঞা ভুলে
এককলি গাইবে তার সাথে।

আমি পাপ জানি না
পুণ্য জানি না।
আমি জানি-
হেঁকে যায় বসন্ত মানুষের দ্বারে;
মানুষ কবে
যন্ত্রণাময় অতীতের গর্ভ ছিঁড়ে
জেগে উঠবে কোকিলের সাথে।

আমি ধনী জানি না
নির্ধন জানি না।
আমি জানি-
মুমূর্ষু হৃদয়
দ্বারে দ্বারে প্রাণ ভিক্ষা করে;
যদি কোন দিন
কোন এক স্পন্দিত হৃদয়
তাকে বুকে জড়িয়ে ধরে।

বড় মুখ্যু আমি
তাই কিছুই জানি না।
আমি শুধু জানি-
সত্য-মিথ্যা পাপ-পুণ্য ধনী-নির্ধন
সবাই, এরা সবাই
কেবল ভালোবাসা ভিক্ষা করে।

© অরুণ মাজী
Painting: William-Adolphe Bouguereau

বড় মুখ্যু আমি (Boro Mukhyu Ami)
Tuesday, July 3, 2018
Topic(s) of this poem: kind,kindness,love,service
COMMENTS OF THE POEM
Bappa 03 July 2018

Nice....poem...

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success