বৃষ্টি বিকেল/Bristi Bikel Poem by Sourav Roy

বৃষ্টি বিকেল/Bristi Bikel

আরও একটা বর্ষাকালের শুরু
হয়ে গেল যে! আবারও সেই
বর্ষরিত বিকেল, আকাশ গুড়ুগুড়ু
ঘন মেঘের আনাগোনা হল সেই

শুরু। ঝিরিঝিরি বৃষ্টি আর রাস্তা
কাদা জলে ভরা। একঘেঁয়েমিতে আমি
সময় কাটাতে জানি, তাই সস্তা
এ বিকেলে বর্ষাতি হাতে আমি

বেড়িয়ে পড়েছি তোমার আশায়, যদি
পথের কোথাও দাঁড়িয়ে থাক তুমি,
আমার বৃষ্টিভেজা পথের সঙ্গীহও যদি
তুমি! দাঁড়িয়ে আছি একলা আমি।

জানিনা যদি দেখাহয় তো কি
করবো আমি! বোকার মতো চেয়ে
রইবো, না কি হতবুদ্ধি, না কি
ছুটে পালাবো আমি? তার চেয়ে

বরং ভালো, সাহস করে সামনাসামনি
হবো । বৃষ্টিতে ভিজে হবো একসার,
মেঘের আধারেতেও বজ্রের ঝলকানি!
মাটির গন্ধও যোগাবে প্রেমের অভিসার।

সঙ্গে বৃষ্টির শব্দ, পুরোটাই অদ্ভুত রোমান্টিক
ভরপুর! কিন্তু বুকের ভিতর ধুকপুকানি
তুমি কি দেবে পাড়ি সাথে আমার আটলান্টিক!
যাবে? না কি করবে নাকোচ আমার প্রস্তাবখানি?

চাইছি না তো তেমন কিছু জবরদস্তি,
তুমি হবে 'বন্য' আর আমি হবো 'মিতা';
এটুকুতেই খুশি, এটুকুতেই আমার সস্তি
এই বাদলায় খুলেছি আবার তোমার 'শেষের কবিতা'।।


- SOURAV ROY

বৃষ্টি বিকেল/Bristi Bikel
Saturday, September 30, 2017
Topic(s) of this poem: love
POET'S NOTES ABOUT THE POEM
A showery afternoon, if it is cloudy, then it's the best romantic weather. This weather is perfect for artistic romance, we can wet in rain, it's give us a extra romantic flavor. This weather is also perfect for memorizing some moment, and a perfect time for test some great romantic work, when there is Rabindranath's work then it's give an extra romantic mood.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Sourav Roy

Sourav Roy

Kolkata(Gobardanga) , India
Close
Error Success