জানে সে/Jane Se Poem by Sourav Roy

জানে সে/Jane Se

ভোর পেরিয়ে সকাল, সূর্যের আলোর নেই তখন কোন আকাল
তবুও সকাল টা অলসতায় ভরা
ঐ সময় টা খুবই দামি কত স্বপ্নরা তখন দেয় উঁকিঝুকি।

মনটা আধো জাগলেও চোখটা তখনো বোজা
ছাড়তে চায়না পাশবালিসের স্পর্ষ, কিন্তু ঘুম ভাঙার ডাক
ঘুমাচ্ছন্ন শরীরটা টেনেতুলে নতুন দিনের আস্বাদ:
পাখিদের কলরব ফুরিয়ে গেছে সব

প্রিয়জনেদের ভালবাসার স্নেহ প্রতি মুহূর্ত বিজড়িত থাক।
বিছানা ছেড়ে ব্রাশ, তারপর স্বর্গের আস্বাদ মায়ের হাতের প্রাতরাশ
শেষমেশ বেশবিন্যাস; এগুলোই হয়েছে প্রতিদিনের অভ্যাস ।

তারপর আর কি! শহরের ব্যাস্ত স্রোতে নিজেকে ভাসিয়ে দেওয়া
ভীড়ের মাঝেও নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখা ।
এতো কিছুর মাঝেও যেন পাইনা ক্লান্তের অবকাস
সবকিছু ভুলে যাই যখন তুই ওইভাবে তাকাস ।

পরিবারের সকলেই তো রাখে কিন্তু অন্য কজন রাখছে?
তুই রাখিস খেয়াল, অনেকটা খেয়াল
কিছু না বলা দায়িত্ব, একটি হৃদের অপর হৃদয়ের প্রতি কর্তব্য।

কে বলবে? কে বকবে? কার পড়েছে এতো দায়?
তবুও সে রাখে, কারন সে জানে তাকে ছাড়া আমি অসহায়।
সে জানে কিভাবে আগলে রাখতে হয়, শিখিয়েছেও আমায়
জানে সে সব, তাকে ছাড়া এ মনেরও যন্ত্রণা হয়

দিন শেষে রাতের বিছানায় তাই 'শুভ রাত্রি'-তে দেয় বিদায়।
তবুও মন ভরে না, পারলে আরও দিস,
আরও আরও দিস যেন নিজেই নিজের পাইনা কোন হদিস,
তোর হাতে মাথা তুলে নিস, একটু ভালবেসে ভালবাসতে দিস ।।
_ Sourav Roy

Saturday, September 30, 2017
Topic(s) of this poem: love
POET'S NOTES ABOUT THE POEM
Composed on a daily life of a man, in a official day we engaged on our wokes, in our busy day there are always someone who always take care us, , , that someone fill up our ever wishes, bt at a vital time they look like dispatch from us, , , so, here is a call for coming close to beloved whom they cares, by forgetting social customs and their inner conflict.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Sourav Roy

Sourav Roy

Kolkata(Gobardanga) , India
Close
Error Success