বুকে ধরলেই যন্ত্রণা (Buke Dhorlei Jontrona) Poem by Arun Maji

বুকে ধরলেই যন্ত্রণা (Buke Dhorlei Jontrona)

Rating: 5.0

ভয় কিসের? হারানোর।
মান হারানোর, প্রাণ হারানোর, ধন হারানোর।
মানুষের যা নেই
তা হারানোর ভয়ও তার নেই।

জীবনে যন্ত্রণা কেন?
ভয় আছে বলে, উদ্বেগ আছে বলে, হারানো আছে বলে।
হারিয়ে ফেললে দুঃখ,
আর হারাবো হারাবো ভাবলে উদ্বেগ।
এ সবই তো কেবল যন্ত্রণা!

ভালোবাসতে গিয়ে, মানুষ অধিকার করে ফেলে।
মালবিকার বুকে অমল
'অ' মার্কা একটা ঝান্ডা পুঁতে বলে-
'এ জমি আমার,
এ জমির ফল ফুল স্বপ্ন- সবই আমার'!

এদিকে সময় নিঃশব্দে হাঁটে
সুন্দরী মরণকে আড়ালে রেখে।

একদিন সকালে উঠে
অমল দেখে-
মালবিকা নামের সবুজ জমি বানে ভেসে গেছে!
পড়ে আছে পাশে- অবহেলিত, পরিত্যক্ত ফুল আর ফল।

ফুল-ফলগুলোকে
আদর করে সে বুকে চেপে ধরে।
চোখে তার আঁধার নেমে আসে,
তার বুকের মধ্যে মানুষের অনন্ত জিজ্ঞাসা
আর্তনাদ করে বলে-
বুকে ধরলেই যদি যন্ত্রণা হে মানুষ,
তবে তুমি বারবার বুকে ধরো কেন?

© অরুণ মাজী
Painting: Pino Daeni

বুকে ধরলেই যন্ত্রণা (Buke Dhorlei Jontrona)
Thursday, June 22, 2017
Topic(s) of this poem: attachment,bangla,bangladesh,human,pain
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success