Mind □ (মন) Poem by Niaz Uddin Sumon

Mind □ (মন)

মায়াবী চোখের মনোহর চাহনিতে
গোলাপী ঠোঁটের মুক্তাময় হাসিতে
মন থাকে না হৃদয় কুঠিরে।


হিমেল কুয়াশাময় শীতের সকালে
সবুঝ ঘাসে শিশিরের পরশে
অসীম আনন্দে বারে বারে
মন ছুটেঁ চলে মেঘলা রানী'র দেশে।

Mind □ (মন)
Sunday, February 12, 2017
Topic(s) of this poem: mind,poem,verse
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Niaz Uddin Sumon

Niaz Uddin Sumon

Chittagong
Close
Error Success