Crony Capitalist Marriage - A Bengali Poem Poem by Malay Roy Choudhury

Crony Capitalist Marriage - A Bengali Poem

ক্রনি ক্যাপিটালিস্টবিবাহ
দেহের দুর্ভিক্ষ বলতে ক্ষুধা বুঝিনাকো
যা বোঝায় তা হল ভিমরুলকে হুল ফোটাবার স্ফূর্তি
যেমন বাঙালি বর পরেছে শেরওয়ানি চুড়িদার
বরযাত্রিরা স্যুট পরে গাড়ি চেপে পৌঁছে গিয়েছে
নেমেই নাচছে সব মাতালের দল হিন্দি গানের তালে
বউ পরেছে লেহেঙ্গা ফুলেল জরদোরি
শুভদৃষ্টি নয়, মেহেন্দির নাচ হবে ঢোলোক পিটিয়ে
অথচ খাবার প্লেটে ঝুঁকে চিংড়ি চিবোবে
বাইরে গেটে যারা মিছিলের কুশপুতুলের আগুনেতে
আলুকে পুড়িয়ে খাবে, কাঁচা পেঁয়াজের সঙ্গে রুটি দিয়ে
বাসরের ব্যাপার-স্যাপার নেই কিন্তু যুবতীরা
উত্তমপুরুষে আলোচনা করছে কতোবার কার
অরগ্যাজম হয়েছিল বিবাহের রাতে
তা সত্ত্বেও ছেলে চাই ছেলে চাই ছেলে চাই
ওদিকে শ্বশুর পুড়ছে ইনসিনেটরে জাঙিয়াটি পরে
এদিকে বিয়ের নাচ ওদিকে শ্মশাননৃত্য
ভারতীয় পুঁজিবাদ কিম্ভুত চেহারা নিয়ে দু'ঠ্যাঙ ছড়িয়ে

Sunday, February 2, 2020
Topic(s) of this poem: satire of social classes
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success