ধর্ম কি নেশার আর না পেশার জিনিস / Dhormo Ki Neshar Ar Na Peshar Jinish Poem by Rhymer Rhymer

ধর্ম কি নেশার আর না পেশার জিনিস / Dhormo Ki Neshar Ar Na Peshar Jinish

ধর্ম কি নেশার আর পেশার জিনিস
নেশার আর পেশার হওয়াতে
বেশীরভাগ তথাকথিত ধার্মিকদের মানবিকতা বোধ কম
অধিকাংশ তথাকথিত ধর্ম পালনকারিরা অন্ধ
তারা মাসজিদে মন্দিরে গিয়ে ঝগড়া করে
তাদের আল্লাহ মাসজিদেও নাই
মন্দিরেও নাই
কিন্তু বাস্তব আল্লাহ তো সবখানেই আছেন
তাহলে ধর্মের নামে মানুষ খুন হয় কেন
অথচ যাকে খুন করা হল তার মধ্যেও আল্লাহ ছিলেন
এদের অন্তরে আল্লাহর আসন নাই
আছে উগ্রতার আসন
তাই হুজুর সঃ বলেনঃ
ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না
মানুষকে ভালবাসার নাম ধর্ম
সেই ভালবাসা থেকে বিচ্যুত হলে
ধর্ম হয়ে যায় নিষ্প্রাণ আনুষ্ঠানিকতা
তোমার প্রভু প্রেম
তাঁর সকল সৃষ্টিকে প্রেমাস্পদ করে
আর স্রিস্তির মাঝে আল্লাহ কে খুঁজলে
আল্লাহ তার বক্ষ/অন্তর দৃষ্টি খুলে দেন......
যদি তাকেই খুঁজতে থাক......।

Monday, November 12, 2018
Topic(s) of this poem: religion
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success