আমার এই শহরে কেউ আমি নই Poem by Dipro Azad

আমার এই শহরে কেউ আমি নই

বিমর্ষ বিপ্রতীপ এক মৌনতার মুখোমুখি
সন্ধ্যে হলেই নেমে আসে তীব্র শূন্যতা
পকেটে লুকিয়ে থাকা মুদ্রার দীর্ঘশ্বাস
রিকশার হুডের আড়ালের নীল-দৃষ্টি
অভিন্ন একাকিত্বে জ্বলে নিউরনে স্ফূলিঙ্গ
অস্তিত্বের মাঝে প্রশ্ন ধীরে খুঁড়ে বসত নেয়
শব্দের ভীরে হারায় নিস্তব্ধতার আর্তনাদ
পদপৃষ্ঠ, পথের সুড়কির মতো অবহেলিত
আমার এই শহরে কেউ আমি নই।

হৃৎপিণ্ডটা থামতে চায়, চায় স্বাধীনতা
ধুলোয় ঠাঁসা ফুসফুসে ভয় জমে যায়
নিষিদ্ধ বৃত্তে আটকে আমার পাখিসব
নিরবে মাথা পেতে নেয় স্বেচ্ছা নির্বাসন
কল্পনাপ্রসূত কোনো ভবিষ্যতের আলিঙ্গন
নিশ্বাস আটকায়- শেষ রাতে হারানো
এক মানবীর অপেক্ষায় আচ্ছন্ন, অদ্ভুত
বিষন্ন সেই স্বপ্ন শেষে তবু জেগে রই
আমার এই শহরে কেউ আমি নই।

Wednesday, June 5, 2024
Topic(s) of this poem: loneliness,strength,inner voice
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success