Dipro Azad

Dipro Azad Poems

Everything breaks apart-
Fair or unfair,
A moment of confusion,
Maybe a step late,
...

Half a life has passed,
Faith of the old frauds yet ungrateful quite,
The pits are filled with clotted sweat
And with ashes of the rebel age
...

Winter was almost here,
Wind that blew down
From east mountains was ceaseless
And cold as the pangs of death;
...

Ages are gone, way gone
Bullets don't fly anymore
Curves of the future ahead
That ain't rough no more.
...

When the ripples out her throat,
The blaze of her arrowy eyes
Hit the crevices of my heart
I knew I was blessed high.
...

Stand in my shoes, I so dare you
And feel things of which you never knew
You would hesitate to fly and cling to dirt
For the higher you fly, the worse the falls hurt.
...

Dive, dive into my deepest thoughts
I have thousand dreams to show
Seek further into the chaos below
Where the world burns at peace
...

ভেবেছ কি-হারিয়ে যাব?
আজো ভাবতে তুমি শেখ নি,
দুদিন রবে,
আর ভোগেই কাটাবে
...

অবচেতন মন মিথ্যে ব্যস্ত ভীষণ
আমার চিন্তার ভাজে তুমি থাকো
বিষন্ন সব বিকেল, রোডঘাট ফাঁকা
আমার এই পেঁচা মনটারে মুখরিত রাখো।
...

I blossom in the isolation
In the inner conversation;
Consider the dark April nights,
Sky crying, flashes of lights-
...

মেঘের মাঝে উড়াল দিবে কি?
বিষন্নতার ডানা মেলে
ভাসবে কি ওই কালো আকাশে?
নাকি বিছিয়ে দিবো নীল কার্পেট
...

আমি কি বিদ্রোহ নাকি বিদ্বেষ
নাকি কোনো পথহারা পাখির পথের শেষ
আমি কি যৌবন নাকি জীর্ণতা
নাকি কোনো প্রেমিকের হারিয়ে যাওয়া কথা
...

To all the silent ones-
Yes, we're talking to you
To the both of you;
Yes, the one who listens
...

শীতের শেষ হিমটুকু গলে গেছে
পাতাহীন নগ্ন ডালপালা নেড়ে
বৃক্ষ তার প্রাণের প্রমাণ দেয়,
আমাদের মনের অনেক গহীনে
...

আমার আদিম সত্তার উন্মত্ত নাচ বুকের ভিতর
শত নিষেধাজ্ঞায় জর্জরিত এই মন ভাবছে ইতর
কার বিরুদ্ধেই বা তুলবো আওয়াজ, শত্রু নিরাকার
পদে পদে বশ্যতার ধ্বনি এখানে অবহেলিত হাহাকার
...

Up in some of those stars we are still young
Our present is a wave of light in their future
Our lives, a reality show in the stage of eternity.
...

শুষ্ক ছাঁটা চুলের মাঝে আঙ্গুল
পুরোনো চেয়ারে ঠেকানো পিঠ,
টেবিলের 'পর অগোছালো প্রিয় বই
আলনায় ছোলানো শার্ট,
...

এ যেন শত কি সহস্র দিনের প্রতীক্ষা
সত্যের বিপরীতে যাত্রা
হাজারো অপ্রাপ্তি আর দুঃখে বোঝাই নৌকো
শামুকের গতি-মাত্রা,
...

নির্বাক বধির, আকুল অধীর
ক্লান্ত নয়ন-চিত্ত-প্রাণ,
ইচ্ছা অন্ধ, কপাট বন্ধ
বিরুদ্ধ হাত আঁচড় টান।
...

I am not here, I am not there,
Somewhere in-between, I float,
Doesn't matter how hard I swim
I am still far from the lifeboat.
...

The Best Poem Of Dipro Azad

Stone Castles

Everything breaks apart-
Fair or unfair,
A moment of confusion,
Maybe a step late,
And everything there was
Might get seized
And sure it will hurt.

All those daydreams,
All those lazy hours,
All the locks and hacks,
Check out at last,
And everything we built
Comes breaking apart.

I guess that's life-
That only we can be responsible,
Maybe only we can build it again,
And this time with care;
A sand castle falls down
Just a wave, all it takes;
So now a stone one maybe
We have to dream again.

Dipro Azad Comments

Dipro Azad Popularity

Dipro Azad Popularity

Close
Error Success