সুখী হতে চাও? বীর হও আগে। ন্যাংটো হও আগে। (Essay On Happiness) Poem by Arun Maji

সুখী হতে চাও? বীর হও আগে। ন্যাংটো হও আগে। (Essay On Happiness)

Rating: 5.0

বই মুখস্থ করে, কেউ বীর হতে পারে না।
বীরত্ব হলো-
আগে উত্তাল সমুদ্রে ঝাঁপ দেওয়া-
তারপর সমুদ্রে ডুবতে ডুবতে সাঁতার শেখা।

যারা ইচ্ছে করে পথ হারায়
তারাই নতুন পথ খুঁজে পায়।
যারা মরতে পারে জেনেও, অজানা গাছের পাতা চিবিয়ে খায়
তারাই ভেষজ ঔষধ আবিষ্কার করে।

বিপদে আগে ঝাঁপ দাও
তবেই তুমি বীর হবে।

বীর হওয়া কোন সাবধানী ভদ্দরলোকের কম্ম নয়।
ভদ্দরলোকেরা- বেশি করে ভয়ের দাসত্ব করে।
তাদের মান হারানোর ভয়, সন্মান হারানোর ভয়
খ্যাতি হারানোর ভয়, প্রতিপত্তি হারানোর ভয়।
তাদের বাইরে আড়ম্বর, কিন্তু ভেতরে তারা ভীত সন্ত্রস্ত।
তাই ভদ্দরলোকের জীবন-
সবচেয়ে বেশি অসুখী আর যন্ত্রণাময়।

সুখী হতে চাও?
ন্যাংটো হও আগে।


© অরুণ মাজী

সুখী হতে চাও? বীর হও আগে। ন্যাংটো হও আগে। (Essay On Happiness)
Thursday, October 26, 2017
Topic(s) of this poem: bangla,courage
COMMENTS OF THE POEM
Rahul Shil 26 October 2017

আপনার এই কবিতাটি আমার মনকে মুগ্ধ করে দিয়েছে। আপনাকে ধন্যবাদ।আর আপনার এই কবিতাটি খুবই আবেগ পূর্ণ।

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success