মানুষ একদিন মানুষ হবে বলে (Evolution Or Devolution?) Poem by Arun Maji

মানুষ একদিন মানুষ হবে বলে (Evolution Or Devolution?)

Rating: 5.0

মানুষ একদিন মানুষ হবে বলে-
গর্ভে বহু স্বপ্নের ভ্রূণ নিয়ে
চেয়ে আছে আকাশ। চেয়ে আছে মাটি।

অথচ লক্ষ বছর ধরে
হামাগুড়ি দিতে দিতে সোজা হওয়া মানুষ
আজ আবার হামাগুড়ি দিতে চায়।
আবার সে নর মাংসের খিদে বুকে
হালুম হালুম বলে গর্জন করতে চায়।

দাঁতে শান দিয়ে
জড়ের ভান করে শুয়ে আছে মানুষ।
ঘুমিয়ে পড়লেই
ভাইয়ের টাটকা টুঁটি, ছিঁড়ে নেবে সে।
রাতদিন থানকুনি পাতার রস খেয়ে
ভিখারী নারীর গন্ধ শুঁকে সে।
কোনদিন একাকী কাউকে পেলেই
যৌনাঙ্গ তার রক্তে ভাসিয়ে দেবে।

মানুষ একদিন মানুষ হবে বলে-
স্বপ্নে বহু স্বপ্ন নিয়ে
চেয়ে আছে ব্রহ্মা। চেয়ে আছে বিষ্ণু।

অথচ লক্ষ বছর ধরে
চিন্তা করতে করতে চেতনা প্রাপ্ত মানুষ
আজ আবার অচৈতন্য কৃমি হতে চায়।
লোভ আর স্বার্থের ছানি চোখে
সুখের আকাশে সে রঙ গুনতে চায়।

কামনার যৌনাঙ্গ
গোলাপ রঙে রাঙিয়ে জেগে আছে মানুষ।
ফাঁদে কখনো পড়লেই
কুমারী কন্যার গর্ভে, অবাঞ্ছিত বীজ পুঁতে দেবে সে।
"ভায়াগ্রা" গর্ভে জাত পৌরুষত্ব বুকে
আকাশ পানে চেয়ে আছে মানুষ।
কোন দিন কোন এক ঊর্বশী যদি
পৃথিবীতে পথ ভুলে আসে!
দেবরাজ ইন্দ্রের কাছে আস্ফালন করে মানুষ-
সে নাকি এক লাঙলেই
ঊর্বশী গর্ভে সহস্র বীজ পুঁতে দেবে।

মানুষ একদিন মানুষ হবে বলে-
অন্তরে বহু প্রতীক্ষা নিয়ে
চেয়ে আছে হৃদয়। চেয়ে আছে বিবেক।

অথচ.....
মানুষ?


© অরুণ মাজী
Painting: Fabian Perez

মানুষ একদিন মানুষ হবে বলে (Evolution Or Devolution?)
Monday, June 18, 2018
Topic(s) of this poem: bangla,devotion,evolution,human,poem,progress
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success