গন্তব্য তো মৃত্যু হে মানুষ! (Gontobyo To Mrityu He Manush) Poem by Arun Maji

গন্তব্য তো মৃত্যু হে মানুষ! (Gontobyo To Mrityu He Manush)

কে বলে-
এভারেস্ট শৃঙ্গে পৌঁছানোই
কেবল এভারেস্ট বিজয়?


একটা পিঁপড়ে জন্ম থেকে
এভারেস্ট চড়তে চেষ্টা করছে;
তবুও তার মৃত্যুকাল অবধি
সে কেবল পাঁচশো মিটার চড়তে পারলো।
সে কি ব্যর্থ?

সাফল্যকে
দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে মেপো না।
ভুল করবে। অন্যায় করবে।
পাপ করবে।

সাফল্যকে
বুকের সাহস দিয়ে মাপো
হৃদয়ের ত্যাগ দিয়ে মাপো
চোখের স্বপ্ন দিয়ে মাপো।

মাসে তিন হাজার টাকা খরচ করে
কাউকে ডাক্তারি পড়ানো
খুব একটা বড় কাজ লাগে না।
কিন্তু আমি যদি বলি
আমার বাবার মাইনে ছিলো
সাকুল্যে চার হাজার টাকা!

আমার বাবার সাফল্যকে
আমি 'তিন হাজার টাকা' দিয়ে মাপি না।
আমি মাপি
তার অনাহার ক্লিষ্ট চোখের স্বপ্ন দিয়ে
তার রুগ্ন হৃদয়ের ত্যাগ দিয়ে।

আমার বাবা আমার কাছে
ঈশ্বর সম সাহসী ত্যাগী
পরাক্রমী বিজয়ী।

কেবল হাঁটতে থাকো হে মানুষ
কেবল হাঁটতে থাকো।
হাঁটার সাহসই হলো সাফল্য।

জীবনে
যাত্রাই সব,
গন্তব্য নয়।
গন্তব্য তো মৃত্যু হে মানুষ!

© অরুণ মাজী
Painting: Andrew Atroshenko

গন্তব্য তো মৃত্যু হে মানুষ! (Gontobyo To Mrityu He Manush)
Thursday, October 5, 2017
Topic(s) of this poem: destination,journey,life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success