ভারত আজ এমন ভারত কেন? এক ক্যাবলা ছেলের ক্যাবলা চোখে ভারত দর্শন (India) Poem by Arun Maji

ভারত আজ এমন ভারত কেন? এক ক্যাবলা ছেলের ক্যাবলা চোখে ভারত দর্শন (India)

Rating: 5.0

মানুষ ভাবে, কেবল নিজেকে নিয়ে ভাবলেই বুঝি তার উন্নতি হবে! বাস্তবে কি তাই হয়? হয় না। কেন?
ফুলের বাগানে জীবন কাটালে, তোমার গা থেকেও ফুলের সৌরভ বেরোবে।
আর পচা নর্দমার পাশে জীবন কাটালে, তোমার গা থেকেও নর্দমার দুর্গন্ধ বেরোবে।

সমগ্র দেশ যদি সুন্দর না হয়, তাহলে তুমি নিজেকে উন্নত করতে পারবে না। দেশ যদি নর্দমা হয়, আর তুমি যদি ফুল হও; তাহলে তোমার মধ্যে থাকা ফুলও, নর্দমার গন্ধযুক্ত হয়ে যাবে। পচা আলুর সাথে থাকলে, ভালো আলুও পচবে। এ নিয়মের ব্যতিক্রম প্রায় হয় না।

পৃথিবীর অনেক দেশের মানুষ আমি দেখেছি, কিন্তু ভারতীয়দের মতো "আত্মবিস্মৃত জাতি" আমি দেখিনি। আপন দেশ সম্পর্কে শ্রদ্ধা আর ভালোবাসা, ভারতীয়দের মধ্যে বেশ কম। আমার ডাক্তারি প্র্যাকটিসে, অন্তত কুড়িটা ভিন্ন দেশের মানুষ প্রতিদিন আমি চিকিৎসা করি। অনেক সময়, এদের সঙ্গে আমার গভীর আলোচনা হয়। এদের মধ্যে, নিজের দেশ সম্পর্কে গভীর ভালোবাসা আর শ্রদ্ধা দেখতে দেখতে, আমার মনে খুব দুঃখ হয়। ভারতীয়রা বিশেষ করে, ভারতীয় বুদ্ধিজীবী আর মিডিয়া- ভারতীয় সভ্যতা আর সংস্কৃতি সম্বন্ধে খুব হীন ধারণা পোষণ করে।

যেহেতু এরা দেশকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না; তাই এরা ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার কোন চেষ্টা করে না। বরং এরা ভারতকে আন্তর্জাতিক মঞ্চে হেয় করার চেষ্টা করে। নিজের দেশকে হেয় করে, এরা নিজেদেরকে "মহান" দেখাতে চায়। অরুন্ধতী, রাজীব সরদেশাই, বরখা দত্ত- সেই সব হীন চরিত্রদের মধ্যে অন্যতম।

আমি নিশ্চিৎ- বর্তমান ভারতের অনেক দুর্বলতা আছে। আমাদের দুর্বলতাকে কিভাবে দূর করা যায়; তার জন্য চেষ্টা না করে, সেই সব দুর্বলতাকে উপহাস করা খুবই হীন কাজ।

প্রশ্ন, এইসব হীন চরিত্রের মানুষ তা করে কেন? কারন- এরা ভীষণই স্বার্থপর নেমকহারাম জীব। এরা ভুলে যায়- এই ভারতবর্ষ এদেরকে জন্ম দিয়েছে, শিক্ষা দিয়েছে, এদের উদরপূর্তি করেছে। কিন্তু যেই না এরা বড় হলো- এরা ভারতকে আর ভারতের সংস্কৃতিকে গালি দিতে শুরু করলো। ফলে ভারতবর্ষ একইরকম আঁধারে রয়ে যাচ্ছে। যেহেতু দেশ আঁধারে রয়ে যাচ্ছে, সেহেতু দেশের মানুষও আঁধারে রয়ে যাচ্ছে। দেশ যেহেতু দুর্গন্ধযুক্ত, সেহেতু- যেসব মানুষের মধ্যে ভালো কিছু আছে, তারাও ভবিষ্যতে দুর্গন্ধযুক্ত হয়ে যাচ্ছে।

নিজ সংস্কৃতিকে ঘৃণা করা আজকের বুদ্ধিজীবী আর মিডিয়ার, কেমন যেন এক ট্রেডমার্ক হয়ে গেছে। আমি আজও কোন বুদ্ধিজীবীকে দেখলাম না- যে কৈলাস শতপথীর মতো দেশের কোন দুর্বলতাকে কাটানোর জন্য লড়াই করছে। অরুন্ধতী, বোরখা, রাজীব ইত্যাদি-ভারতের দারিদ্র্য দূরীকরণে কি করেছে? ভারতের শিক্ষার উন্নতির জন্য কি করেছে? ভারতের স্বাস্থ্যের উন্নতির জন্য কি করেছে? নাহঃ কিছুই করে নি। তবে এরা কি করেছে? দেশ, দেশের সংস্কৃতি আর দেশের সরকারকে, আন্তর্জাতিক মঞ্চে কেবল হেয় করেছে। আজকের বহু মিডিয়াও সেই একই নোংরামিতে লিপ্ত।

কাশ্মীর সমস্যা কয়েক দশকের পুরানো। অরুন্ধতী রায় এর আগে কোনদিন, কাশ্মীরীদের হয়ে কোন কথা বলে নি। কিন্তু যেই না মোদী সরকার ক্ষমতায় এলো, অমনি ওনার কাশ্মীর দরদ উছলে উঠলো। এটা ওনার কাশ্মীরীদের প্রতি ভালোবাসা? অথবা নিজেকে রাজনৈতিক "বোড়ে" হিসেবে প্রতিপন্ন করা?

দেশেকে আগে ভালোবাসতে হবে। শ্রদ্ধা করতে হবে। দেশের কোন "সিস্টেম" যদি খারাপ থাকে, তাকে দূর করার চেষ্টা করতে হবে। আজকে কি হচ্ছে? দেশের খারাপ জিনিসকে নিয়ে রাজনীতি হচ্ছে, উপহাস টিটকিরি হচ্ছে; কিন্তু দেশের সেই খারাপকে দূর করার কোন চেষ্টা হচ্ছে না।

আমি বহুত্ববাদে বিশ্বাসী। আমি চাই- ভারতবর্ষে, বহু রাজনৈতিক দল আর মত থাকুক। বহু ধর্ম আর সংস্কৃতি থাকুক। আমেরিকা আজ আমেরিকা হয়েছে- বহুত্বের প্রতি তাদের শ্রদ্ধার জন্য, আর দেশের প্রতি তাদের "দ্বিধাহীন" শ্রদ্ধার জন্য। আমেরিকান রাজনীতিকরা নিজেদের মধ্যে লড়াই করে, কিন্তু দেশের সম্মানের ইস্যুতে তারা সকলেই একে অপরের পাশে। এই মহৎ গুন আমি অস্ট্রেলিয়ান রাজনৈতিক নেতাদের মধ্যেও দেখেছি। আমেরিকা বা অস্ট্রেলিয়াতে, কোন ধর্মগোষ্ঠী বা ছাত্র নেতা পাকিস্তানের পতাকা উড়ায় না!

আমার ভয় এই যে- কংগ্রেস, বামফ্রন্ট, মমতা ব্যানার্জীর মতো কিছু মূর্খ স্বার্থপর রাজনৈতিক দল/মানুষ- তাদের অন্ধ বিজেপি বিরোধিতার মাধ্যমে, ভারবর্ষকে ক্রমশঃ একদলীয় (বিজেপি)শাসনের দিকে ঠেলে দিচ্ছে। মিডিয়া, মমতা ব্যানার্জী, "সেকুলার"- ইত্যাদিরা যত বেশি অন্ধ বিজেপি বিরোধিতা করবে; ভারতবর্ষে বিজেপির বৃদ্ধি তত বেশি লাগামহীন হবে।

যারা এই বালকের কথা, হেসে উড়িয়ে দিতে চাও, তাদেরকে বলি - আর দশ বছর অপেক্ষা করো। তোমরা আমার কথা অক্ষরে অক্ষরে সত্য দেখবে। আমার এই লেখাটাও কিন্তু ততদিন ফেসবুক আর POEMHUNTER ওয়েবসাইটে বেঁচে থাকবে।

© অরুণ মাজী

ভারত আজ এমন ভারত কেন? এক ক্যাবলা ছেলের ক্যাবলা চোখে ভারত দর্শন (India)
Friday, December 8, 2017
Topic(s) of this poem: bangla,hindi
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success