যদি ঘষে দাও তুমি (Jodi Ghoshe Dao Tumi) Poem by Arun Maji

যদি ঘষে দাও তুমি (Jodi Ghoshe Dao Tumi)

Rating: 5.0

সখী গো
দু কড়া কম ভালোবাসো
তাও সই,
যদি ঘষে দাও তুমি।
কাছে বসে ঘেঁষে ঘেঁষে
যদি ঘষে দাও তুমি।

ডাগর বুকে পাশে বসে
হেসে হেসে ঠেসে ঠেসে
যদি ঘষে দাও তুমি।
মেপে মেপে চেপে চেপে
যদি ঘষে দাও তুমি।

না হয় শনিবারের বরাদ্দ ভালোবাসাটা
বাসতে তোমায় হবে না।
যদি এখনই
হেসে হেসে ঘষে দাও তুমি।

চাইলে,
সোম আর মঙ্গলের ভালোবাসাটা
তাও বাসতে হবে না।
যদি এখনই
ঠেসে ঠেসে ঘষে দাও তুমি।

সখী গো
সামান্য মানুষ আমি।
কেমন করে বলবো তোমায়
কি অনুভূতি সে ছোঁয়ায়!
কেমন করে বলবো তোমায়
কি আরোগ্য সে বিষ জ্বালায়!

দু কড়া কম ভালোবাসো
তাও সই,
যদি ঘষে দাও তুমি।
হেসে হেসে পাশে বসে
যদি ঘষে দাও তুমি।
কাছে বসে ঘেঁষে ঘেঁষে
যদি ঘষে দাও তুমি।

© অরুণ মাজী
Painting: Eugene De Blaas

যদি ঘষে দাও তুমি (Jodi Ghoshe Dao Tumi)
Thursday, May 10, 2018
Topic(s) of this poem: desire,love,lust,passion,sensual,touch
COMMENTS OF THE POEM
Surjya Ghosh 20 February 2020

Extra ordinary. Of immense pleasure

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success