কে মানুষ? কে ফেতি কুত্তা? (Ke Manush? Ke Feti Kutta?) Poem by Arun Maji

কে মানুষ? কে ফেতি কুত্তা? (Ke Manush? Ke Feti Kutta?)

Rating: 5.0

সার্থক জীবনের সংজ্ঞা কি? ধনী হওয়া? খ্যাতিমান হওয়া? পন্ডিত হওয়া?

তুমি ধনী তো আমার কি? তুমি খ্যাতিমান তো আমার কি? তুমি পন্ডিত তো আমার কি? রাখো তোমার ধন মান পান্ডিত্য, তোমার আপন ট্যাঁকে। আমার ছেলে টাইফয়েডে ভুগছে। তার জন্য, তোমার কাছে কি কোন সুরাহা আছে? যদি থাকে, তাহলে তুমি আমার কাছে বড় এক মানুষ। নইলে তুমি আমার কাছে- ঝিনুক, ইঁদুরবিচি বা কৃমির চেয়ে- কোন অংশেই বড় মানুষ নও।

এবার বলো, সার্থক জীবনের সংজ্ঞা কি?

অন্যের জীবনকে, একটু হলেও বদলে দেওয়া।
তুমি যদি কারও যন্ত্রনায় একটু নিরাময় হতে পারো, তাহলে তোমার জীবন সার্থক।
তুমি যদি কারও ভয়ে একটু সাহস হতে পারো, তাহলে তোমার জীবন সার্থক।
তুমি যদি কারও অবসাদে একটু অনুপ্রেরণা হতে পারো, তাহলে তোমার জীবন সার্থক।
তুমি যদি কারও ক্ষুধায় এক টুকরো রুটি দিতে পারো, তাহলে তোমার জীবন সার্থক।

উদর পূর্তি সবাই করে- ইঁদুর করে, টিকটিকি করে, কৃমি করে, মানুষও করে। আপন উদরপূর্তি আর স্বাচ্ছন্দ্যের জন্য যদি জন্মেছো, তাহলে তোমার সাথে কৃমি আর কেঁচোর তফাৎ কি? তোমার গাড়ি বাড়ি আর সুন্দর বৌ আছে, তো আমার বয়ে গেলো। তার চেয়ে বরং আমি, রাস্তার ফেতি কুত্তার সাথে খেলা করবো। তোমার সাথে করবো কেন? মানুষ হয়ে যে কৃমির মতো আচরণ করে, তার সাথে আমি খেলা করবো কেন?

কালকের পৃথিবীকে আজকের পৃথিবীর চেয়ে সুন্দর করতে, তুমি যদি একটু অবদান রাখতে পারো; তাহলে তুমি আমার কাছে মহাপুরুষ। তুমি যদি ভিখারী হয়েও, ক্ষুধার্তকে এক টুকরো রুটি দাও- তাহলে তুমি আমার কাছে মহাপুরুষ। তুমি যদি অমিতাভ বচ্চন বা শাহরুখ খানের মতো বিখ্যাত হয়েও, সাধারণ মানুষের জন্য কিছু না করো; তাহলে তুমি আমার কাছে- ফেতি কুত্তারও অধম। তোমাকে আমি ফেতি কুত্তারও সন্মান দেবো না।

কালকের পৃথিবীকে আজকের পৃথিবীর চেয়ে ভালো করতে হলে, তোমাকে ধনী বা বিখ্যাত হওয়ার দরকার নেই। তোমাকে "প্রকৃত ভালো জিনিস" চিনতে হবে। সেই ভালো জিনিসের এক টুকরো, তোমাকে করতে হবে। সেই ভালো জিনিস যারা করে, তাদের পিঠটা একটু চাপড়ে দিতে হবে। ব্যাস। তাহলেই তুমি সার্থক এক মহাপুরুষ।

আজকে, এমন কাজ তুমি করেছো? যদি করে থাকো, তাহলে তোমার পা দুটো বাড়িয়ে দাও। তোমাকে আমি অন্তর থেকে, সাষ্টাঙ্গে প্রণাম করি। তুমি আমার ঈশ্বর, তুমি আমার সুভাষ বসু, তুমি আমার বিবেকানন্দ।

শেয়ালের মতো হুক্কাহুয়া ডেকো না। মিডিয়া তোমাকে বিখ্যাত কোন খেলোয়াড় বা অভিনেতার সুন্দর ছবি ছেপে, গদগদ হয়ে তাদের সম্পর্কে কিছু লিখে দিলো, তো তারা বড় মানুষ হয়ে গেলো? মানুষের জন্য যদি কেউ কিছু না করে, সে বিখ্যাত হলেও, তাদের নামের উপর আমি মুতে দিই। সে যত বড় কেউকেটা হোক না কেন! তাকে নিয়ে মস্তিস্কহীন শেয়ালবাচ্চার দল মাতামাতি করবে। অরুণ মাজী নয়। অরুণ মাজী পৃথিবীকে একটু হলেও, বদলে দেওয়ার জন্য জন্মেছে। শেয়ালের মতো হুক্কাহুয়া ডাকার জন্য নয়।

পৃথিবী বদলে দিতে চাও? খুবই সহজ কাজ। প্রতিদিন দেখবে অনেক সাধারণ মানুষ, অনেক ভালো কিছু করছে। তাদের একটু পিঠ চাপড়ে দাও। আর পারলে, তুমিও ছোট ছোট জিনিস করতে শুরু করো। অন্ধ এক মানুষ রাস্তা পেরোতে পারছে না? তাকে সাহায্য করো। প্রতিবেশীর অসুখ? তার জন্য ডাক্তার ডেকে দাও। ইত্যাদি। তা যদি তুমি করো- তুমি আমার বিবেকানন্দ। তোমাকে আমার প্রণাম।

© অরুণ মাজী

কে মানুষ? কে ফেতি কুত্তা? (Ke Manush? Ke Feti Kutta?)
Sunday, November 26, 2017
Topic(s) of this poem: bangla,humanity,love,service
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success