কবে ছুঁবে এ হাত, একটি বিশেষ ফুল? (Kobe Chhunbe E Haat Ekti Bishesh Ful) Poem by Arun Maji

কবে ছুঁবে এ হাত, একটি বিশেষ ফুল? (Kobe Chhunbe E Haat Ekti Bishesh Ful)

Rating: 5.0

এ হাত সবই ছুঁয়েছে।
ছুঁতে পারে নি কেবল
একটি বিশেষ ফুল।

স্বপ্নের মেঘে ভেসে
এ হাত আকাশ ছুঁয়েছে।
পাখির কাঁধে চড়ে
এ হাত এভারেস্ট শীর্ষ ছুঁয়েছে।
শিশুর কল্পনায় উড়ে
এ হাত চাঁদের হাসি ছুঁয়েছে।

এ হাত সব কিছুই
বেশ গাঢ় করে ছুঁয়েছে।
কিন্তু ছুঁতে পারে নি কেবল
একটি বিশেষ ফুল।

ছুঁয়েছে,
হয়তো এক আধবার-
স্বপ্নে বিভোর হয়ে ছুঁয়েছে
নেশাতে বুঁদ হয়ে ছুঁয়েছে।

কিন্তু স্বপ্নে ছোঁয়াকে
ছোঁয়া বলে না।
স্বপ্ন ভেঙে গেলে
হাতে আর সুগন্ধ থাকে না।
নেশা ছুটে গেলে
হাতে লিপস্টিক লেগে থাকে না।

চল্লিশটা বছর কেটে গেলো
প্রতীক্ষায়.....
সেই বিশেষ ফুলকে
বিশেষ ভাবে, বিশেষ জায়গায়
ছোঁয়ার জন্য।

অথচ এ হাত
এ অভিশপ্ত, অপাঙতেয়, হতভাগা হাত
এখনো ছুঁতে পারে নি।
এখনো একবারও ছুঁতে পারে নি
একটি বিশেষ ফুল।

ব্যর্থতার গ্লানি
বুকে, রক্ত হয়ে ঝরছে।
হতভাগ্যের হতাশা
হৃদয়ে, তীর হয়ে বিঁধছে।

কবে ছুঁবে?
কবে আর ছুঁবে এ হাত
একটি বিশেষ ফুল?

তবে ছুঁবে।
একদিন না একদিন এ হাত
সে ফুল, ছুঁবেই ছুঁবে।
জীবনে না হোক
মরণে ছুঁবেই ছুঁবে।

কিন্তু ভূতের বুকে
কি প্রেম থাকে?
প্রেম বুকে না হলে
এ হাত তাকে ছুঁবে না।
এ হাত প্রেমিকের হাত;
এ হাত কোন লম্পটের হাত নয়
কোন ধর্ষকের হাত নয়।

কিন্তু কবে ছুঁবে?
কবে ছুঁবে এ হাত
একটি বিশেষ ফুল?

মালবিকা,
ঈশ্বরের নামে শপথ করে বলছি-
এ হাত-
সেই ফুলের বুকের
উন্নত পাপড়ি দুটি না ছুঁয়ে
কখনো মরবে না।

না না, কক্ষনো না।

© অরুণ মাজী
Painting by Pino Daeni

কবে ছুঁবে এ হাত, একটি বিশেষ ফুল? (Kobe Chhunbe E Haat Ekti Bishesh Ful)
Thursday, August 31, 2017
Topic(s) of this poem: bangla,desire,love,passion
COMMENTS OF THE POEM
Jinan Banerjee 07 June 2018

মন ছুয়ে গেলো । অপূর্ব

0 0 Reply
Jahirul mondal 06 June 2018

অসাধারণ ভালো। অরুন দার লেখনী মুখধ করে দেয়

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success