আমার 'Logo' Poem by Kingshuk Banerjee

আমার 'Logo'

কেমন একটা বেখেয়াল বেসামাল পদ্য লেখা।
শুরু হল একটু আগে, এগিয়ে চলেছে,
মাতাল, টালমাটাল, street dancer পদ্য।

প্রতি সেকেন্ডে এক ডিগ্রি সরতে সরতে
চলেছে...এগিয়ে চলেছে রসাতলে।
মেলার toy train-টার মত।

পাহাড়, সমতল, মালভূমি, মরুভূমি চাষ করে,
নদীতে সেচ করে, সাগরের জল চুষেও
কাটেনি...না কাটেনি তার নেশা।

এগিয়ে যাচ্ছে শিবের বুকে, ব্রহ্মার বুকে,
নারায়ণের বুকে, বসুন্ধরার বুকে...

Logo তৈরি করছে নিজের।

এই লিখল, Repeat 360[FD 1 RT 1]

ব্যাস, এবার এক ঝটকায়,
আমার পদ্য সৃষ্টি করবে
ব্রহ্মাণ্ডের বুকে, এক অনু ব্রহ্মাণ্ড।
এই টিপলাম... Enter.

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success