Stupid Cupid Poem by Kingshuk Banerjee

Stupid Cupid

শোনা যাচ্ছে সিগারেট খেলে নাকি ফুটো হয় হৃদয়ে।
আর তুমি যে তীর মারো প্রতি মুহূর্তে?
তার বেলা?
তেলের শিশি ভাঙল বলে খুকুর ওপর রাগ করো?
তোমরা যেসব minor খোকা হৃদয় ভেঙে ভাগ করো,
তার বেলা?
আমিও বর্ম তৈরি করতে দিয়েছি, বিশ্বকর্মা কে।
পই পই করে তাকে বলেছি তোমার থেকে ঘুষ না খেতে।
কি কেচ্ছা-টাই না হয়েছিল বেহুলা লখীন্দরের বাসরঘরে।
লোভে পাপ, পাপে অম্বল -সে খেয়াল হয়েছে তার।
আপেল গাছের হাত থেকে Newton সাহেবও বাঁচেন নি।
আমি তো পাঙ্গা নেবোই। একঘেয়ে বিষ মাখানো তীর,
কতদিন হজম হয়? হুম? কতদিন?
শক্তি-Cell ধরলাম হাতে।
কত চড়াই মরছে এর মায়ায়, তুমিও পালাবে।
ডানাকাটা পরীর দালালি? ঘুচবে সব!
আমিও Being-হনুমান বিশল্যকরণী আনতে পারি।
যাও দেখি এখন। উম… লাগলে বলব।
হয়ত কাল-ই… যাও যাও!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success