স্বপ্নেই ছুঁয়েছি শুধু (Malobika) Poem by Arun Maji

স্বপ্নেই ছুঁয়েছি শুধু (Malobika)

Rating: 5.0

স্বপ্নেই ছুঁয়েছি শুধু।
গোলাপ হাতে
তোমার ওষ্ঠ ছুঁতে পারি নি।

অথচ স্বপ্নের দালানে
কত কত খেলেছি
তুমি আমি চাঁদ।
এঁকেছি স্বপ্নের মানচিত্র
তারা ভরা আকাশ
হামাগুড়ি দেওয়া ছোট্ট এক শিশু
জ্যোৎস্নালোকিত রাতে
তোমার আমার নিষিদ্ধ হাঙ্গামা।

কখন ফিরবে তুমি
কখন?
মেঘের বাড়ি থেকে?
রয়েছি চেয়ে  
বট অশত্থকে সঙ্গী করে।

হেসেছো তুমি
হেসেছি আমি।
আনমনা হাসির অবকাশে
খসেছে আঁচল তোমার।
উঠিয়ে দিয়েছি আমি
যত্ন করে।  

কিন্তু উঠিয়ে দিতে গেলেই
হাতটা আমার
তোমার বুকে গিয়ে ঠেকে।
বুকে। কেবলই বুকে।
স্বপ্নের আঙিনা বলে
লজ্জা যে পাই নি
তা কিন্তু নয়।

কিন্তু...
তবুও উঠিয়ে দিয়েছি আঁচল
আবার।
আবার ছুঁয়েছি বুক।
আবার পেয়েছি লজ্জা।

কেমন এক নেশা আঁকা
তোমার বুকে।  
বুঝেছি, কেবল নারী বুক হেতু
শহীদ হওয়া যায়
অবহেলায়।
ভীষণই অবহেলায়।

© অরুণ মাজী

স্বপ্নেই ছুঁয়েছি শুধু (Malobika)
Thursday, September 24, 2020
Topic(s) of this poem: touch,kiss,love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success