তো পিছন ফিরে তাকাও কেন? (Malobika) Poem by Arun Maji

তো পিছন ফিরে তাকাও কেন? (Malobika)

সহসা,
আঁচল উড়লো আকাশে।
আবিষ্ট চোখের আকুল মণিতে
ভেসে উঠলো উপত্যকা।

হ্যাঁ, দুদিকের পাহাড় বেষ্টিত  
স্বর্গীয় সবুজ উপত্যকা।
সোনালী রোদ্দুর আরও বেশি সোনালী
তোমার ঢালু পাহাড়ের সৌন্দর্যে।

সোনালী, মনের ইচ্ছেও।
তুমিই বলো-
পুরুষ হয়েছি
একটু লম্পট হবো না?
নারী উপত্যকার গিরিখাতে
একটু হামাগুড়ি দেবো না?

নারী উপত্যকার মোহে
নিষিদ্ধ স্বপ্ন দেখে না
এমন পুরুষ আমি দেখি নি।
দেখিনি কোন দেবতা।

তোমাকে বলতে দোষ নেই
খুব বেশি স্বপ্নে দেখি তোমাকে।
কি দেখি?
না না, তা জিজ্ঞেস আর করো না।
কেন দেখি?
তাও বলতে পারবো না।

শুধু বলতে পারি
দেখি।
এমনি এমনিই দেখি।
চরিত্রে আমি লম্পট কিনা।

জানি, লোক সমক্ষে তুমি
লম্পট ভালোবাসো না।
কিন্তু আড়ালে?
আমার নখ যদি
তোমার পাহাড়ে গড়াগড়ি দেয়
পারবে তুমি
খুশির হাসি না হাসতে?
পারবে চোখ বুজে
একটু মিষ্টি মৃদু শব্দ না করতে?

আমি পুরুষ
তুমি নারী।
আমি লম্পট
তুমি লাম্পট্যের মদতদাতা।

রাগ করলে তুমি।
তাই না?
মনঃক্ষুণ্ণ হয়ে চলে যেতে চাইলে।
যাও যাও, যতখুশি যাও।

যেতেই যদি চাও  
তো পিছন ফিরে তাকাও কেন?

© অরুণ মাজী

তো পিছন ফিরে তাকাও কেন? (Malobika)
Friday, May 7, 2021
Topic(s) of this poem: culture,love,bangla
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success