মরণ অমল আর একজোড়া আঁখি (Malobika Amal Aar Ekjora Ankhi) Poem by Arun Maji

মরণ অমল আর একজোড়া আঁখি (Malobika Amal Aar Ekjora Ankhi)

Rating: 5.0

তোমার চোখ দুটো কেমন নিষ্ঠুর নিষ্ঠুর
তড়পে তড়পে মারে।
আমার শান্ত সবুজ উপত্যকায় তারা
আগুন হয়ে ঝরে।

তোমার চোখে দুটো কেমন হিংস্র হিংস্র
কেবল হৃদয়ে দংশন করে।
প্রশান্তির নিদ্রা ছুটে যায় জ্বালায়
সে মরণ আর্তনাদ করে।

তোমার চোখ দুটো কেমন নেশা নেশা
চিত্ত অবশ করে।
জ্ঞান বুদ্ধি সবই লোপ পায়
মন পাপ চিন্তা করে।

তোমার চোখ দুটো কেমন আগুন আগুন
সংযম পুড়িয়ে মারে।
ছাই হয়ে, সে আরও ছাই হবে
এমনই আনাড়ি বায়না করে।

তোমার চোখ দুটো কেমন মরণ মরণ
মৃত্যুকে বুকে ডাকে।
মরবো নিশ্চিৎ, তবুও ঝাঁপিয়ে পড়ি আমি
ডর করে না বুকে।

তোমার চোখ দুটো যেন কেমন কেমন
কিছুই যায় না বোঝা!
এতো দেখি এতো দেখি
তবুও হয় না কখনো সোজা!

© অরুণ মাজী
Painting: Xie Chuyu

মরণ অমল আর একজোড়া আঁখি (Malobika Amal Aar Ekjora Ankhi)
Monday, November 27, 2017
Topic(s) of this poem: bangla,eyes,love,passion
COMMENTS OF THE POEM
Parijat Mala 18 April 2018

যদি বলো, আ‍ঁঁখি দুটি তুলে রাখি কমল হয়ে দেবে তোমার চরন ঢাকি।

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success