মালবিকা বুকে (Malobika Buke) Poem by Arun Maji

মালবিকা বুকে (Malobika Buke)

Rating: 5.0

তোমার হাসিতে জ্যোৎস্না
অথচ আমার স্বপ্নে পূর্ণিমা।
তোমার চোখে বহ্নি
অথচ আমার অন্তরে দাবাগ্নি।
তবুও ভালোবাসা তো দূরের কথা
আমাকে তুমি
দেখেও দেখো না।
নারী অবজ্ঞা বুকে নিয়ে
কটা বসন্ত বাঁচা যায় মালবিকা?

তোমার মেঘে বৃষ্টি
অথচ আমার বাগানে প্লাবন।
তোমার নদীতে উচ্ছ্বাস
অথচ আমার ঘাটে জলোচ্ছ্বাস।
তবুও চোখে দেখা তো দূরের কথা
আমাকে তুমি
শুনেও শুনো না।
নারী অবহেলা বুকে নিয়ে
কটা কবিতা লেখা যায় মালবিকা?

তবুও লিখি।
আশায় আশায়
বসন্তে বসন্তে,
কত কত কবিতা
কত ঢঙে লিখি!

হয়তো কবিতাকে ভালোবেসে
একদিন মালবিকা
অমলকে ভালোবাসবে!
হয়তো কবিতাকে প্রাণে ছুঁয়ে
একদিন মালবিকা
অমলকে ছুঁয়ে দেবে!
হয়তো কবিতাকে স্বপ্নে দেখে
একদিন মালবিকা
অমলকে স্বপ্নে দেখবে!

তোমার চোখে স্বপ্ন
অথচ আমার বুকে উচ্ছ্বাস।
তোমার হৃদয়ে স্পন্দন
অথচ আমার বুকে উল্লাস।
তবুও ছুঁয়ে দেওয়া তো দূরে কথা
আমাকে তুমি
ভেবেও ভাবো না।
নারী উদাসীনতা বুকে করে
কটা স্বপ্ন দেখা যায় মালবিকা?

তবুও দেখি।
দিনে রাতে
পথে ঘাটে
হোঁচট খেতে খেতে,
কত রঙে স্বপ্ন দেখি।

হয়তো ভালোবাসবে!
ভালোবেসে না ভালোবাসলেও
ভুল করে ভালোবাসবে।
হয়তো দুর্ঘটনাবশতঃ ভালোবাসবে।
হয়তো ঘৃণা বুকে ভালোবাসবে!
হয়তো বিনা কারনে
এমনি এমনি ভালোবাসবে!

স্বপ্ন ব্যথা আশায়
তবু বেঁচে আছি।
মালবিকা অবজ্ঞা বুকে নিয়ে
মালবিকা বুকে বেঁচে আছি।

ওহে ভাই
তোমরা কেউ কি জানো
মালবিকা বুকে
অমল আর কতদিন বাঁচবে?

© অরুণ মাজী
Painting: John William Godward

মালবিকা বুকে (Malobika Buke)
Tuesday, November 21, 2017
Topic(s) of this poem: bangla,hope,love,passion,poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success