হাড়-মানুষ (Man Of Broken Bone) Poem by Rahman Henry

হাড়-মানুষ (Man Of Broken Bone)

Rating: 3.5

সৈকতে কুড়িয়ে পাওয়া ভাঙ্গা হাড়
আলো ছড়াচ্ছে শয়নকক্ষের অন্ধকারে
সময়ের বালুকুচি উড়ছে

ধীরে ধীরে তোমার শয়নকক্ষ হয়ে উঠছে
বেলাভূমি, বহুদূরের নির্জন

তোমার নিঃশ্বাস থেকে উৎসারিত ঢেউ
আছড়ে পড়ছে সৈকতে
ভাঙ্গা হাড় দেখছে, টুকে নিচ্ছে
অদৃশ্যের নোটবুকে

এই হাড় একদিন মানুষ হয়ে উঠবে, নির্জন সমুদ্রদ্বীপে
উদযাপন করবে কবিতা-সন্ধ্যা

একদম একা

Saturday, August 29, 2015
Topic(s) of this poem: life and death
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success