প্রথমে বন্ধনা করি আল্লাহ মালেক সাঁই, দ্বিতীয়ে আল্লাহর বন্ধু নূর নবীজি জানেন সবাই।
শোনেন শোনেন ভাইবোন সকল শোনেন দিয়া মন, বদ্বীপ ভোলার কিসসা সংক্ষেপে করিব বর্ণন।
বঙ্গপোসাগর কূলে ভাসে ভূখণ্ড বদ্বীপ ভূমি, তারিই নাম ভোলা জেলা সকলে যায় চুমী।
বেতুয়া খালের পড়ে পাটুনি এক ভোলা গাজি, তারই নামে ভোলা নামকরণে সবাই ছিল রাজি।
...
Read full text