মুখপোড়া অমল আর মৃত্যু (Mukhpora Amal Aar Mrityu) Poem by Arun Maji

মুখপোড়া অমল আর মৃত্যু (Mukhpora Amal Aar Mrityu)

Rating: 5.0

শিয়রে সমন তখন-
'চল চল, আর দেরী নয়'।

অথচ ফ্যাকাসে মুখে
মালবিকা দাঁড়িয়ে।
চোখে জল, বুকে ব্যথা তার।

ওহে মুখপোড়া অমল,
দিনরাত-
কত তো পরিশ্রম করলে!
কত, ধন মান অট্টালিকা হাঁকালে!
এখন তবে
কি নিয়ে যাচ্ছো তুমি?

কিচ্ছু না।
তোমার ট্যাঁকে আধুলিটা
তাও পড়ে রবে!

কি নিয়ে যাচ্ছো তুমি?
সে চল্লিশ বছর আগেকার কথা-
সেদিন মালবিকা তোমায়
প্রথম চুম্বন দিয়েছিলো।

ষাট বছর আগের
কালো এক রাতের কথা-
মা তোমার
নিজের রুটিটা তোমাকে দিয়ে,
তোমাকে বুকে নিয়ে ঘুমিয়ে গেছিলো।

কি নিয়ে যাচ্ছো হে অমল
কি নিয়ে যাচ্ছো?
কেবল ভালোবাসা? কেবল স্নেহ?
আর কিছু?

'না। আর কিচ্ছু না।'

© অরুণ মাজী

মুখপোড়া অমল আর মৃত্যু (Mukhpora Amal Aar Mrityu)
Thursday, October 12, 2017
Topic(s) of this poem: death,life,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success