My Mother's Poem 3: (A Virus From Outer Planet) Poem by Biswanath Chakrabarti

My Mother's Poem 3: (A Virus From Outer Planet)

Bengali poem written by
Anjali Chakrabarti

# ভিন্ গ্রহী ভাইরাস্ #

নরহরি শুনেছো কি?
এসেছে অজানা রোগ
জানিতে ইচ্ছা হয়
কিবা তার পরিচয়?
পরিচয় যাই থাক,
তারে তুই দূরে রাখ
তারও নাকি রোগ আছে
কিবা রোগ আছে তার?

সে এক বেয়াড়া রোগ,
লাফায়ে লাফায়ে চলে,
ধারে কাছে যারে পায়
তারে ধরে চুমা খায় ।
সেই ভয়ে মানুষেরা
নাক মুখ ঢাকি তারা
করে নাকি ঘোরাফেরা ।
শিশু আর বৃদ্ধেরা
বাহিরে না যায় তারা।

এ ঢাকা খুলিবে কবে?
সে তো মোর জানা নাই,
শুনিতেছি লোকমুখে
তারও নাকি সখ আছে,
সে এখন সাজিতেছে,
বেনারসী শাড়ি পরে
হাসি হাসি হেলেদুলে
কহিতেছে সকলেরে-
রঙে রসে আছি ভালো
এখন তো যাব নাই ।
সে কি কথা-
ধারাপাতে পড়িয়াছি
নয়ে হয় নবগ্রহ
এ আবার কোন গ্রহ?
পৃথিবী হাসিয়া কয়
এরে কয় ভিন্ গ্রহ।

এতো বড় মুস্কিল,
আসান করিবে কেবা?
ভাবিতেছে সেরা সেরা
বিশ্বের বিজ্ঞানীরা ।


(অঞ্জলি চক্রবর্ত্তী)

Sunday, July 12, 2020
Topic(s) of this poem: virus
POET'S NOTES ABOUT THE POEM
Virus from outer planet
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success