My Mother's Poem-1 করোনা দূরে থাক Poem by Biswanath Chakrabarti

My Mother's Poem-1 করোনা দূরে থাক

Rating: 5.0

This is a Bengali poem.
My mother has written it.
(অঞ্জলি চক্রবর্ত্তীর কবিতা)

।। করোনা দূরে থাক ।।

না না ছুঁয়োনা ছুঁয়োনা মোরে ছুঁয়োনা,
দেশেতে এসেছে এক করোনা,
হায়! আমি কি যে করি-
ছুঁতে গেলে ভয়ে মরি,
দুয়ারে পাকায় চোখ করোনা!

বেশ, তবে তাই থাক,
আমিও বাজাবো ঢাক
ভাবিসনা রাঙা চোখ ভয় পাই,
কোথা গেলি ঢাকি ঢুলি?
কাঁসিওলা কোথা গেলি?
ব্যোম ব্যোম ব্যোম বলে
তোল রোল জোরে জোরে,
সুদিন আসিবে ফিরে,
গাজনের গান গাই ।

কোথা গেলি নন্দী?
কোথা ওরে ভৃঙ্গী?
কল্কেটা নিয়ে আয়,
বাজা নারে শৃঙ্গী ।

এখন চৈত্র মাস,
শিবনামে যাবে ত্রাস,
পূরাবে মনের আশ,
করোনার ঘটিবে বিনাশ ।

রামায়ণ পড়িসনি?
কে বাঁচালো লক্ষ্মণে?
কে আনিল বিশল্যকরণী?


কবি: অঞ্জলি চক্রবর্ত্তী

READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success