Poet: Anjali Chakrabarti
(ঝড়ের বার্তা)
নদীর কূলে একলা বসি, বৃক্ষতলে
...
Bengali poem written by
Anjali Chakrabarti
# ভিন্ গ্রহী ভাইরাস্ #
...
প্রভাতকালে মনের দরজা খুলে
দেখি দাঁড়িয়ে তুমি-
অবিশ্বাস্য একি!
...
This is a Bengali poem.
My mother has written it.
(অঞ্জলি চক্রবর্ত্তীর কবিতা)
...
।। সেদিন হতে শতবর্ষ পরে ।।
সেদিন হতে শতবর্ষ পরে
আজো ভাবি তোমার কবিতার পথপারে,
...
This is a Bengali poem
About sands of time
Accumulating along the sea shore
And the sea does not bother.
...
I am a simple man. I am educated and liberal. I am a thinker, a reader, and a writer too.)
ঝড়ের বার্তা-My Mother's Poem: 6
Poet: Anjali Chakrabarti
(ঝড়ের বার্তা)
নদীর কূলে একলা বসি, বৃক্ষতলে
বক্ষ ভাসায় অশ্রুজলে
এ কোন্ রমণী?
যাই তবে পুছি গিয়া
জিজ্ঞাসিতে চাহে হিয়া,
কেন কাঁদে কোন বেদনায়?
মাগো, তুমি কার ঘরণী?
পুছিওনা বাছা মোরে,
পতি মোর ভবঘুরে,
রাখে মোরে শিরে ধরে
আর কত কহি তোরে?
যদি কিছু নাহি ভাব
মাগো তবে কহ মোরে-
কাহার জননী তুমি?
কে বা হয় পুত্র তব?
ওরে বাছা, পুত্র মোর বহু আছে,
কিন্তু হায়! আজ তারা নাহি কাছে,
ঘুরিতেছে নানা কাজে,
মাতারে দেখিবে হেন
সময় কি আছে?
চাহি দেখ ঐ পারে
শব বহে ধরে ধরে,
রাখি দিল গঙ্গাতীরে,
এ হেন যন্ত্রণা তারা
দিল মা গঙ্গারে ।
ভয়ে আঁখি মুদিলাম,
এ কী দৃশ্য দেখিলাম?
আঁখি খুলি খুঁজিলাম
মাতা মোর গেল কোথা?
হেনকালে ঘূর্ণিঝড়ে
বার্তা দিল কর্ণোপরে,
যাও বাছা ঘরে ফিরে
মাতা কাঁদিতেছে তোমাতরে ।
জ্ঞানচক্ষু গেল খুলি,
ছুটিলাম সব ভুলি-
কাঁদিলাম বহুক্ষণ মাতৃচরণ ধরি,
মাতা নিল বক্ষে তুলি ।
khun sundor kobita, khub valo legeche...mon sporso kore gelo.
Oshadharon khub sundor