নফস কুকুরে রোজা / Nofs Kukure Roja Poem by Rhymer Rhymer

নফস কুকুরে রোজা / Nofs Kukure Roja

গাছের সাথে বেঁধে রাখলেন
একটা কুকুর কে
সারাদিন পর সন্ধ্যায় খেতে দিলেন
সে খেলো শুক্রিয়াহিন গোগ্রাসে
সারাদিনের অভুক্ত কুকুরের কি সে আবেদন...
প্রাণপণে চেষ্টার নাম মানুষ
রোজা আত্ম শুদ্ধির মাস
কিভাবে করছেন?
প্রথম জনালা হোল মুখ আর জিবাহ
আল্লাহ আর তার রাসুলের সন্তুষ্টির জন্য
মুখ আর জিবাহ র জানালা বন্ধ করা হয়েছে কি
মুখে কোন খাবার নিবো না
জিবাহ র হিফাজতে আলাপ গল্প করে সময় পার করব না
২ নাম্বার জানালাটা যদি চোখ হয়
রোজাদার তার হিফাজত করবে
কান আর একটি জানালা
কোন গান বাজনা নয়
আল্লার ভয়ে কানের হিফাযত মেনে রোজা করা হচ্ছে কি
নাক এর ও হিফাজত আছে
আতর ছাড়া কোন খারাপির গন্ধ নিবনা

তেম্নিতর তক আর একটি জানালা
এই জানালাগুলি বন্ধ না করলে
রোজার আত্তশুদ্ধি আসে কি করে

শেষ জানালা হোল কলব/কাল্ব/মন
এই মঙ্কে এক্মুখি দৃঢ় করা হয়েছে কি
মনের ভিতরে বিচিত্র সব খেলা ঘুর পাক খায়
এগুলু মঙ্কে বিক্ষিপ্ত করে
এ জানালার খবর কি
সব জানালায় খিল মারার নাম রোজা
যার নাম আত্তশুদ্ধি
রোজাতে আমার সেই অনুশীলন হয়েছে কি

সমাজে আমিও চলবো
সব করবো হালাল যা সংসার চায়
কিন্তু আমি বাম মাছের মতো
কাদায় পানিতে চলে গায়ে লাগাবো না
এই অভ্যাস গড়াইতও রোজা
নাকি শুধু না খেয়ে থাকার
আর মেডিক্যাল সাইন্সের উপকারীতা ব্যাখ্যা করার নাম
আত্তশুদ্ধি টা কোথায়
এই কি হাল?
নামাজ পড়ে না রোজা করে
নামাজ রোজা নেই হজ করে
ইমান নামাজ রোজা হজ জাকাত নেই
মুসল্মান দাবি করে
আত্তশুদ্ধির চেষ্টা করে না
বিরাট রোজাদার
সব ঠিক করে সঠিক পথে চালায় রোজা
দেখুনতো আমার আপনার রোজা টা কেমন মাপের

Saturday, October 20, 2018
Topic(s) of this poem: cleaning
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success