ও সাল সাবিল ১(O Sal Saabil 1 –bangla Poem@ Saki Sabre) Poem by SAKISABRE Saki

ও সাল সাবিল ১(O Sal Saabil 1 –bangla Poem@ Saki Sabre)

1
রাতের কুয়াশায় পথ চলা
একাকী একদম একা
হাঁটছি আর হাঁটছি
মেঠো পথের দু ধারেই
ধান, কলাই আর সুতা
গাছুইয়ে দিল পাতারা
এতটা রাত হয়নি
তবুও ওদের চোখে এত ঘুম
ঘুমায়নি শুধু অই কলাইএর ডগা
ঠাণ্ডায় ওর ভিতরটা জমাট
হির হির কোরে কাপছে ও
আকাশের দিকে তাকালাম
এক ফালটি চাঁদ হাসছে
হাসিতে চমক নেই
দেখলাম শীতের বিষণ্ণতা
এগিয়ে নদীর বুকে বালু চরে
ঠাণ্ডায় বালু কনাগুলু জড়িয়ে আছে
পানি কাপছে হিমেল হাওয়ায়
নদীটা বুড়ীর মত গুটিসুটি হয়ে আছে
তারাগুলু থেমে থেমে মিট মিট করছে
আমি বা কি
এতো ঠাণ্ডায় আমার ঘাম লাগছে কেন
আমি কি আমাতে ফিরে গেলাম নাকি
সব নিরব
আমার ভিতরে ষ্টীম ইঞ্জিন চলে
রক্তের কনিকারা কথা বলে
হায় আমি কে
কে কে কে
কপালের ঘাম
টপ টপ ঝরে!

2
একদিন হযরত মূসা (আঃ)
আল্লাহকে জিঙ্গেস করলেন 'হে আল্লাহ
আপনি যখন খুশী হন তখন কি করেন? 'তখন আল্লাহ তা আলা বললেনঃ 'আমি তোমাদের উপর বৃষ্টি বর্ষন করি। ' তখন মূসা আঃ আবার প্রশ্ন। করলেনঃ 'আর যখন আপনি এরচেয়ে বেশি খুশি হন তখনকি করেন'? উত্তরে আল্লাহ
তাআলা বলেন'তখনআমি তোমাদের
ঘরে মেহমান প্রেরণ করি ' মূসা (আঃ) আবার প্রশ্ন করলেন'হে আল্লাহ আপনি যখন সব
চাইতে বেশি খুশী হন তখন। কি করেন।
'অতঃপর আল্লাহ তাআলা জবাব দেন'আমি তোমাদের ঘরে কন্যা সন্তান দান করি'।


3
রিম ঝিম, রিম ঝিম,
সারা রাত সারা দিন;
রিম ঝিম, রিম ঝিম,
লাগে বেশ হিম হিম;
কুড় কুড়ে কিছু দাও;
বৃষ্টিতে ভেঁজে নাও।
বাদাম আর বুট;
বৃষ্টিতে কুট কুট।
ডাল ভাজা,
চাল ভাজা,
বৃষ্টিতে থালা সাজা।
ঝাল খচুরি,
ঝাল ফ্রাই,
বৃষ্টি হলে ওটাই চাই!


4
** শরন দ্বীপের দুটো ঝর্ণা **
আদি পিতা আদম(আঃ) কে নামলেন হল লঙ্কায়;
দ্বীপের পাহাড় চুড়ায় পরে গেলেন শঙ্কায়।
নামটা দ্বীপের শরণ মাবুদ দাও চরন।
সাপ আরও কত ছিল সরীসৃপ
অন্ধকার কে দিবে প্রদীপ।
এ ভীষণ নিরবতা এ যে নতুন জায়গা
বাঁচাও আমায় প্রভু,
আর ভুল হবে না কভু।
এমন দুপায়ি প্রাণী দেখি নাই কভু
ছুটে আয় শাপ বেং
দাঁত নখ ট্যাং ট্যাং।
সেজদায় পড়ে গিয়ে ডাকি তোরে প্রভু
আমার মাফ কি হবে না কভু।
পূর্ব আকাশ ফরসা হল
দূর হল আঁধার
প্রভু আমায় মাফ কর
খুলে দাও দার।
আজ ৩৫০ বছর
আর কতো কাঁদি
ফিরিয়ে দাও গো প্রভু তোমার সে বাদি।
বনের পশু পাখি করে তারে মায়া
চোখের জলে তৈরি হল দুটো ঝরনা।
তবু কি আমার ভুলের ক্ষমা নেই
উসিলা আজ দিবো তার যার জুরি নেই।
তোমার নামের সাথে
যে নাম ছিল
সে নামের উসিলায় ক্ষমা করে দিও!
শুনে হাসে বিধাতায় ওরে আদম(আঃ)
আরও আগে ঐ নামে করিলে উসিলা
ক্ষমা হয়ে যেত সব
আজ থেকে শিক্ষা উসিলা মুহাম্মাদ(সঃ)
ক্ষমা হয়ে যাবে সব!

Edited 9 MAY 2015 @SAKISABRE

Saturday, May 9, 2015
Topic(s) of this poem: spring
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SAKISABRE Saki

SAKISABRE Saki

Tangail
Close
Error Success