চপ্পল মার্কা রাজা (On Bongo) Poem by Arun Maji

চপ্পল মার্কা রাজা (On Bongo)

পুঁতে দে তোরা পুঁতে দে
শিশু নারী যত।
​রক্ত পিপাসু রাক্ষসী আমি
​পেত্নী পুতনার মত।

দাঁতে রক্ত ঠোঁটে অহিংসা
​আমি, ​চপ্পল​ ​মার্কা খাঁটি।
রিয়াজুল রক্তে তৃষ্ণা মিটিয়ে
ধর্ষিতার কবরে হাঁটি।

শিল্প শস্যে আঁকি না প্রগতি
বুলেট ​​​হুঙ্কারে আঁকি।
​শিশু যোনিতে ধর্ষণ এঁকে
রাজ প্রগতি হাঁকি।

জ্বালিয়ে দে ​তোরা ​গণতন্ত্র
পুড়িয়ে দে শিশু।
মানী গুণী পা চাঁটে ​সব ​
নত বুদ্ধ যীশু।

পুঁতে দে তোরা রাজধর্ম
বুলেটে আঁক ধর্ম।
শিশু না মরলে নারী না কাঁদলে
কেমন রাজ কর্ম্ম?

সিঙ্গুর বিধবার ​উদর ভরি
"শহীদ শহীদ" নামে।
​"​নন্দী​"​ বিধবাকে বুভুক্ষু মারি
মৃত স্বামীর বামে।

ভেসে গেলি রে ভেসে গেলি তোরা
উন্নয়নের স্রোতে।
বুলেটের সুরে প্রগতি সংগীত
গা রে দিনে রাতে।

​রক্ত চাই রে রক্ত চাই
শিশু নারী রক্ত।
পুতনা পেত্নী রাক্ষসী আমি
শকুন আমার ভক্ত।

© অরুণ মাজী
Painting: Malcolm Farley

চপ্পল মার্কা রাজা (On Bongo)
Saturday, April 7, 2018
Topic(s) of this poem: bangladesh,political,bangla,political humor
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success