ছারপোকা, মানুষ আর এক উন্মাদ (On Education) Poem by Arun Maji

ছারপোকা, মানুষ আর এক উন্মাদ (On Education)

Rating: 5.0

তুমি কোন কিছু করো কেন? কারন- তুমি সেই কর্ম্মের মাধ্যমে, তোমার জীবনকে আরও সুন্দর আর আনন্দময় করতে চাও।
-
তুমি শিক্ষা গ্রহণ করো কেন? শিক্ষার মাধ্যমে তুমি, তোমার জীবনকে আরও সুন্দর আর আনন্দময় করতে চাও। শিক্ষা তো তুমি অনেক পেয়েছো। কিন্তু তোমার জীবন কি সুন্দর আর আনন্দময় হয়েছে? হয় নি। কেন? তুমি না তোমার জীবনকে, সুন্দর আর আনন্দময় করতে শিক্ষা লাভ করেছিলে! এতো পরিশ্রম করে, শিক্ষা লাভ করেও, তোমার জীবনটা তাহলে দুঃখ আর যন্ত্রণাময় হলো কেন? কেন?
-
তোমার ঠাকুরদার চেয়ে তুমি অনেক বেশি পন্ডিত। কিন্তু তোমার ঠাকুরদা, সত্তর বছর বয়সেও আনন্দে হুল্লোড় করতেন। আর তোমাকে দেখিয়ে দেখিয়ে, তোমার ঠাম্মার পান খাওয়া গালে, চুমু খেতেন। আর তুমি কি করো? তুমি এই চল্লিশ বছর বয়সেই, কেমন যেন কেলিয়ে পড়েছো। কেন? তুমি তো বড় পন্ডিত! তোমার গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দরী একটা বৌ আছে, ফুটফুটে একটা ছেলে আছে! তবুও সুখ তোমাকে ভেংচি কেটে, ফিকফিক করে হাসে কেন?
-
কারন- তুমি শিক্ষার নামে, অশিক্ষা লাভ করেছো। যে শিক্ষা মানুষের জীবনকে সুন্দর আর সুখী করতে পারে না, সে তোমার কেমন শিক্ষা? যে শিক্ষা তোমার জীবনকে আরও যন্ত্রণাময় করে তুলে, সে কেমন শিক্ষা?
-
তোমার ঠাকুরদার আমলের চেয়ে, আজকের পৃথিবী অনেক বেশি পন্ডিত। শিক্ষার হার বেড়েছে। ইউনিভার্সিটির রঙ আর বাহার বেড়েছে। কিন্তু তোমার জীবনের সুখ আর আনন্দ? তাদের বহর উত্তরোত্তর কমেছে। তুমি এসব ভালোই বোঝো। তাই না? তবুও তুমি, তোমার ছেলেকে এই ধরণের শিক্ষা দেওয়ার জন্য, দিনরাত লড়ে যাচ্ছো। শুধু লড়ে যাচ্ছো না, তুমি তার শৈশব নষ্ট করে, জীবন তার হারাম করে দিচ্ছো। এরপরও বলবে- মানুষ বুদ্ধিমান সংবেদনশীল? নেতারা তোমাকে ঠকায় বলে, তুমি তাদেরকে খিস্তি করো। তিমি যে নিজেকে এইভাবে ঠকাচ্ছো, তার জন্য তুমি কি নিজেকে খিস্তি করো? কেন করো না?
-
মানুষের চেয়ে বেশি নির্বোধ, এমন একটা ছাড়পোকাকেও কখনো আমি দেখি নি। উন্নয়নের "উ" নেই, তবুও মমতা ব্যানার্জী উন্নয়নের ঢ্যাঁড়া পেটায়। মানুষ নির্বোধ হয়েও, নিজেকে সে বুদ্ধিমান বলে ঢ্যাঁড়া পেটায়। সাধে কি আর, দিদি আর বেহেনজী ভারতবর্ষের "পরধান-মন্তী" হওয়ার স্বপ্ন দেখছে! মস্তিস্কহীন মানুষের পৃথিবীতে, মস্তিস্কহীন কৃমি রাজা হবে, এতে আশ্চর্য্যের কি আছে?

© অরুণ মাজী
Painting: Vitaly Shchukin

ছারপোকা, মানুষ আর এক উন্মাদ (On Education)
Monday, July 23, 2018
Topic(s) of this poem: awakening,education,educational,evolution
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success