কোনটা ধর্ম? কোনটা অধর্ম? (On Religion) Poem by Arun Maji

কোনটা ধর্ম? কোনটা অধর্ম? (On Religion)

ধর্ম যখন মানুষের হৃদয়ে, নিঃশব্দে
বাস করে, তখন তা সত্যিকারের ধর্ম।

কিন্তু ধর্ম যখন মানুষের বুকে সাঁটা,
চকচকে সাইনবোর্ড হয়ে উঠে, তখন তা
হয় নৃশংস এক খুনী ঘাতক।

প্রথম প্রকার ধর্মকে গভীর শ্রদ্ধা করি
আমি। কিন্তু দ্বিতীয় প্রকার ধর্ম থেকে
বহুদূরে থাকি আমি।

© অরুণ মাজী

কোনটা ধর্ম? কোনটা অধর্ম? (On Religion)
Wednesday, November 14, 2018
Topic(s) of this poem: god,religion,silence
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success