ধান কাটা হয়ে গেছে- জীবনানন্দ দাশ paddy Has Been Reaped-By Jibonanondo Das Poem by babul babul

ধান কাটা হয়ে গেছে- জীবনানন্দ দাশ paddy Has Been Reaped-By Jibonanondo Das

ধান কাটা হয়ে গেছে কবে যেন
ক্ষেত মাঠে পড়ে আছে খড়
পাতা কুটো ভাঙা ডিম
সাপের খোলস নীড় শীত।
এই সব উৎরায়ে ওইখানে মাঠের ভিতর
ঘুমাতেছে কয়েকটি পরিচিত লোক আজ কেমন নিবিড়।

ওইখানে একজন শুয়ে আছে
দিনরাত দেখা হত কত কত দিন
হৃদয়ের খেলা নিয়ে তার কাছে করেছি যে কত অপরাধ;
শান্তি তবু: গভীর সবুজ ঘাস ঘাসের ফড়িং
আজ ঢেকে আছে তার চিন্তা আর জিজ্ঞাসার অন্ধকার স্বাদ।
..................................................................................
paddy has been reaped someday
straw lying on the ground of the field
leaf dry straw or broken eggs
slough of snake nested in winter.
in the midst of these there in the field
intensely sleeping some known fellows.
there one is lying
random i met day after day
for the fun of mind i have committed many crimes;
still in peace: deep green grass or grasshopper
his thoughts or quarry are covered in dark taste.

gyanaloy 24.11.21, betua atanipara, Tepibari School road, Bhuapur Upazila, BANGLADESH

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success