অন্য আলো ।। রহমান হেনরী (Poem In Bengali) Poem by Rahman Henry

অন্য আলো ।। রহমান হেনরী (Poem In Bengali)

লড়তে চাই না, প্রকাশ্যে-গোপনে
যুদ্ধ তবু ঘোষণা করলে তুমি!
বীতস্পৃহ আগুনফুলের বনে
অরণ্যটাই গুপ্ত মরুভূমি;

ছাড়ছি না, এই জ্যোৎস্নাখুনের মাঠ
চাইছি না হোক জবরদখলকৃত;
সমর-মাঠে প্রসারিত সকল ভুলের পাঠ
বলছে, তোমার শক্তি অপহৃত।

কোমল আছি, কমলদলের ব্রত
সিনার ভেতর মেলছে অন্য আলো;

আঘাত করো, গৃহে অগ্নি জ্বালো,
তাতেই হচ্ছি ঋদ্ধ, ওতপ্রোত
দৃঢ়তা পায় প্রতিরোধের হাতও__

তোমায় তবু হারতে দেবো না তো!

Wednesday, September 2, 2015
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success