ডাকাত ।। রহমান হেনরী (Poem In Bengali) Poem by Rahman Henry

ডাকাত ।। রহমান হেনরী (Poem In Bengali)

অমারাত্রে ভিখারীটির ঘরে
ডাকাত এলো, চোর ও রাজার ছেলে,
বললো:

' রে, তোর মেয়েটি সেকেলে;
ওকে একটু সাজতে-গুঁজতে বল! '

মেয়ের দেহে, মেয়ের মনে,
উঠানে-কদম্ববনে,
তখন বৃষ্টি ঝরে...

গোঙানী নেই, ফোঁপানী নেই,
শুধু মেয়ের দু'চোখ ছলোছল,
বিনা মেঘেই
অন্ধকারে বিজুলী চমকায়;

মেয়েকে তো ঘরে রাখাই দায়!

Wednesday, September 2, 2015
Topic(s) of this poem: lifestyle
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success